বিমানের মধ্যে ওয়াই-ফাই পরিষেবার বিষয়টি বেশ অনেকদিন ধরেই এয়ারলাইন্স সংস্থাগুলি পরিকল্পনা করলেও তা বাস্তবে রূপায়িত হচ্ছিল না ৷ অবশেষে সুপারফাস্ট ইন্টারেনেট পরিষেবা পাওয়া যেতে চলেছে বিমানের ভিতরেও ৷
কেন্দ্রীয় বিমান পরিবহণ সংস্থা এর জন্য টেলিকম মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে অনেকদিন ধরেই কথা চালাচ্ছে ৷ যাতে দেশের মধ্যে অন্তত ইন-ফ্লাইট ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যায় ৷ পাশাপাশি বিমানের মধ্যে ওয়াই-ফাই পরিষেবার জন্য নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গেই কথা বলছে কেন্দ্রীয় সরকার ৷ কারণ দেশের সুরক্ষার বিষয়টাই সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে এখানে ৷ বিমানের মধ্যে ওয়াই-ফাই চালু হলে তা যাত্রীদের জন্য অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করছে সরকার ৷ কারণ শুধু ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট ছাড়াও বিজনেস ট্রাভেলাররাও তাঁদের শেষমূহূর্তের কোনও কাজ বিমানযাত্রার সময়েই এবার সেরে নিতে পারবেন ৷
advertisement