TRENDING:

ভোটের ছয় মাস আগে কেন সরিয়ে দেওয়া হল রাজ্য সভাপতিকে? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে 

Last Updated:

Subal Bhowmik || আপাতত ত্রিপুরার দায়িত্ব সামলাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়  এবং সুস্মিতা দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: নির্বাচনের বাকি ছয় মাস৷  তার আগেই রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল সুবল ভৌমিককে৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের তরফে দায়িত্ব প্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্টেট কো-অর্ডিনেটর হিসেবে সুবল ভৌমিককে সামনে রেখেই পুরসভা নির্বাচনে গিয়েছিলাম।রাজ্য সভাপতি হওয়ার পর চার কেন্দ্রের উপনির্বাচনে যে ভাবে দল পারফর্ম করবে বলে তিনি বলেছিলেন সেটা হয়নি। একাধিক আলোচনার পর তাই তাকে সরিয়ে দেওয়া হল। দল এখন দূরদর্শী, সকলকে নিয়ে চলতে পারে এমন একজনকে খুঁজছে সভাপতি হিসেবে।
advertisement

ত্রিপুরায় সংগঠন বিস্তারের লক্ষ্য নিয়ে এগনোর মধ্যেই বড় ধাক্কা খেল তৃণমূল। সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। এই খবর প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করে সুবল ভৌমিককে ত্রিপুরার রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আপাতত ত্রিপুরার দায়িত্ব সামলাবেন রাজীব বন্দ্যোপাধ্যায়  এবং সুস্মিতা দেব।

আরও পড়ুন :  ৭২ জায়গায় জমি দেয়নি রাজ্য, বিএসএফ-এর কাছে চাঞ্চল্যকর আবেদন শুভেন্দুর!

advertisement

ত্রিপুরায় তৃণমূল নতুন করে সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই সামনের সারিতে ছিলেন সুবল ভৌমিক। যদিও সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের ফল একেবারেই ভাল হয়নি।তারপর থেকেই সুবলের উপরে অসন্তুষ্ট ছিল দল। এরপর গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন তিনি। দলের কোনও কাজও করছিলেন না। এরপরেই তাঁর বিজেপি যোগের বিষয়টি সামনে আসে।

advertisement

আরও পড়ুন : গন্তব্য সেই সিঙ্গুরই, তালভোমরা মৌজায় শিল্পতালুক করবে রাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অতীতে এই সুবল ভৌমিকের উপরেই বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। ত্রিপুরায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছিল তৃণমূল। কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্বাচনেই সেভাবে সাফল্য পায়নি ঘাসফুল শিবির। ত্রিপুরার মানুষ হিসেবে রাজ্যে তৃণমূলের অন্যতম প্রধান মুখ ছিলেন সুবল ভৌমিক। শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দিলে তা তৃণমূলের কাছে বড় ধাক্কাই হবে। যদিও পরের পর নির্বাচনে ব্যর্থ হলেও ত্রিপুরা নিয়ে হাল ছাড়তে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত ত্রিপুরায় তৃণমূল লড়াই চালিয়ে যাবে বলে দাবি অভিষেকের। সুবল ভৌমিকের জায়গায় ত্রিপুরায় কাকে তৃণমূল দায়িত্ব দেয়, সেটাই এখন দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের ছয় মাস আগে কেন সরিয়ে দেওয়া হল রাজ্য সভাপতিকে? রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল