গন্তব্য সেই সিঙ্গুরই, তালভোমরা মৌজায় শিল্পতালুক করবে রাজ্য

Last Updated:

Nabanna || ১৩টি জেলার ৩২ টি প্লটে এই সরকারি জমির ছড়িয়ে রয়েছে। এই জমিগুলিকে কেন্দ্র করেই তৈরি হবে নয়া শিল্প তালুক, জানিয়েছে নবান্ন।

#কলকাতা: রাজ্য শিল্প বিনিয়োগের গন্তব্য সেই সিঙ্গুর। সিঙ্গুরে এবার শিল্পতালুক করার পরিকল্পনা নবান্নের। সিঙ্গুরের তালভোমরা মৌজায় শিল্পতালুক করবে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তর। সাড়ে ছয় কর জমি চিহ্নিত করল রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তর। বিনিয়োগকারীদের উৎসাহ বুঝতে জেলাকে বিশেষভাবে প্রচার অভিযান করার নির্দেশ।
শুধু সিঙ্গুরেই নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে শিল্প তালুক গড়তে বেসরকারি বিনিয়োগ আনতে ৪৫৬ একর সরকারি জমি চিহ্নিত করল রাজ্য। ১৩ জেলার ৩২ টি প্লটে ছড়িয়ে রয়েছে এই জমি। জেলাগুলিকে ইতিমধ্যেই এই বিনিয়োগ নিয়ে স্থানীয় শিল্প মহল, বণিক সভাগুলির মধ্যে প্রচারাভিযানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নয়া এই প্রস্তাবিত শিল্পতালুক নিয়ে বৃহস্পতিবারই রাজ্যের ক্ষুদ্র ,মাঝারি ও কুঠির শিল্প দপ্তরের সচিব জেলাশাসকদের ভারচুয়াল বৈঠকে ডাকলেন। এই বৈঠকে জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার ও আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলার বণিক সভা, শিল্প সংগঠন ও শিল্প সংস্থাগুলিকেও আমন্ত্রণ জানাতে বলা হয়েছে জেলাশাসকদের।
advertisement
আরও পড়ুন: ছেলের জন্য প্রতিশ্রুতি রাখেনি মা, পুলিশ'কে ধরে আনতে নির্দেশ হাই কোর্টের!
ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতর জানতে চায়, কোন জেলায় বেসরকারি উদ্যোগে শিল্প তালুক গড়তে কত আবেদন জমা পড়েছে, সেগুলি কী অবস্থায় রয়েছে। গোটা বিষয়টি নিয়েই পর্যালচনা হবে। সরকারি তালিকায় হুগলির সিঙ্গুর ব্লকের তালভোমরা মৌজার ৬.৩২ একর জমি রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ১৭ টি প্লটে ২২৮.০৬ একর চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে ৭ টি করে শিল্প তালুক গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও শিলিগুড়ির ফাঁসিদাওয়ার,আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ডিমডিমা চা বাগানের ৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ৮ একর জমি রয়েছে। বাকি সাত জেলা হল,পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান।
advertisement
advertisement
প্রসঙ্গত,মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে শিল্প তালুক গড়তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে ন্যূনতম জমির পরিমান কুড়ি একরের বদলে পাঁচ একর করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জমির ওপর স্টাম্প ডিউটি ছাড় সহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। একাধিক জেলা সফরে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তালুক গড়ার বিষয়ে বিনিয়োগকারীদের এই শিল্পতা লোকগুলিতে বিনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন। বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের মঞ্চ থেকেও বিনিয়োগ আনার জন্য শিল্প তালুকের প্রসঙ্গ বারবারই উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই শিল্পতালুকই বাস্তব রূপ পেতে চলেছে এই সরকারি জমিগুলি চিহ্নিতকরণের মাধ্যমে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গন্তব্য সেই সিঙ্গুরই, তালভোমরা মৌজায় শিল্পতালুক করবে রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement