এবার কেন্দ্রের তরফে জানানো হল, কেন প্রতিটি দেশবাসীকে এখনই করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়!স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ মঙ্গলবার জানিয়েছেন, এই মুহূর্তে দেশজুড়ে টিকাকরণের উদ্দেশ্য আসলে মৃত্যুর হার কমানো। একইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা সচল রাখাও কেন্দ্রের লক্ষ্য। দেশের যে সমস্ত মানুষ ভ্যাকসিন নিতে চাইছেন তাদের টিকাকরণ কেন্দ্রের উদ্দেশ্য নয়। এই মুহূর্তে সরকারের উদ্দেশ্য, যাদের অবিলম্বে টিকার প্রয়োজন তাদের ভ্যাকসিন দেওয়া! তিনি দাবি করেছেন, সোমবার দেশে ৪৩ লাখ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। যা কিনা রেকর্ড! মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে সব মিলিয়ে ৮.৩১ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিন তিনি আরও দাবি করেন, আমেরিকায় দৈনিক ভ্যাকসিন দেওয়া হয় ৩০.৫৩ লাখ মানুষকে। সেখানে ভারতের ২৬.৫৩ লাখ ভ্যাকসিনের ডোজ প্রত্যেকদিন দেওয়া হচ্ছে। গত ১১২ দিনে আমেরিকায় ১৬ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখানে ভারতে ইতিমধ্যে ৭৯ দিনে ৭.৯ কোটি ডোজ দেওয়া হয়েছে।
advertisement
প্রতিটি দেশবাসীকে টিকা দেওয়ার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সবার জন্য টিকাকরণের অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তিন মাসের মধ্যে দিল্লির প্রত্যেকটি নাগরিককে টিকা দেওয়া যেতে পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেও ২৫ বছরের বেশি বয়সী প্রত্যেককে টিকা দেওয়ার অনুমতি চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে।
