TRENDING:

বেকার স্নাতকদের গো-পালনের পরামর্শ বিপ্লব দেবের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগরতলা: কিছুতেই থামানো যাচ্ছে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ৷ একের পর এক আলটপকা মন্তব্য করেই যাচ্ছেন তিনি ৷ আরও একবার বিতর্কিত মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বেকার সমস্যা মেটাতে এবার ঘরে ঘরে গো-পালনের পরামর্শ দিলেন তিনি।
advertisement

তাঁর যুক্তি, ত্রিপুরায় পঞ্চাশ টাকা কিলো দরে বিক্রি হয় গরুর দুধ। স্নাতক হয়েও যাঁরা দশ বছর ধরে বেকার, গোপালন করলে তাঁদেরই আজ দশ লক্ষ টাকার ব্যাঙ্ক ব্যালান্স হত। মুখ্যমন্ত্রীর মতে, দশ বছরে স্রেফ গরুর দুধ বিক্রি করেই ওই টাকা উপার্জন করতে পারতেন তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
এত সোনা! অশোকনগরে এখন একজনই সেলিব্রেটি, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ 'সোনা কাকা'
আরও দেখুন

এর আগে প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়ানা হেডেন প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন বিপ্লব। যদিও চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ক্ষমাও চেয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তারপর আবার সিভিল ইঞ্জিনিয়াররাই শুধু সিভিল সার্ভিসে বসার যোগ্য ৷ কারণ তাঁদের প্রশাসন চালানোর অভিজ্ঞতা রয়েছে ৷ মেকানিক্যা ইঞ্জিনিয়ারদের যা নেই ৷ এমন হাস্যকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়াকে হাসির খোরাক জুগিয়েছিলেন এই বিজেপি নেতা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বেকার স্নাতকদের গো-পালনের পরামর্শ বিপ্লব দেবের