কলকাতা আন্তর্জাতিক ফিল্মোৎসবে কেন আমন্ত্রণ জানানো হয়নি মিঠুনকে? শুক্রবার সেই প্রশ্ন তুলে টুইট করেন বিজেপির সাইবার সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, "কলকাতা ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রণ জানানো হয়নি বাংলার ছেলে মিঠুন চক্রবর্তীকে। ঠিক তেমনই, সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে বাদ দিয়ে শাহরুখ খানকে বাংলার ব্র্য়ান্ড অ্য়াম্বাসেডর করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সফল বাঙালিদের সবসময়েই উনি ছোট করে দেখেন।"
advertisement
অমিত মালব্য়ের এহেন টুইটের বিরুদ্ধে অবশ্য় কড়া উত্তর দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, "যে মিঠুন চক্রবর্তীর রাজ্য সরকারের উপরে আস্থা নেই, সেই সরকারের ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কেন এত আগ্রহ? বাঙালি, তথা বাংলাকে যখন পরেশ রাওয়াল অপমান করলেন, তখন মিঠুন চক্রবর্তী তো কই প্রতিবাদ করলেন না!" সৌরভ প্রসঙ্গেও মন্তব্য করেন কুণাল। বলেন, " সৌরভ ভারতবর্ষের গর্ব। সৌরভকে অপমান বাংলা করেনি, আপনারা করেছেন। অমিত শাহের ছেলেকে আপনারাই সচিব করে রাখতে পারেন।"
ফিল্মোৎসবের মঞ্চে বাক স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। এদিন সেই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ করে টুইট করেছেন মালব্য়। কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, "সারা ভারতবর্ষে বাক স্বাধীনতা নেই। নানা ভাবে কণ্ঠরোধ হচ্ছে। সাংবাদিকদের প্রাণহানি হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর অবমাননা হচ্ছে। বিজেপির তো গায়ে লাগবেই। অমিতাভ বচ্চন ভুল কিছু বলেননি।"
এদিন নানা ইস্য়ু নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিজেপি নেতার পরিবারের সদস্যদের নাম ঢোকানোর অভিযোগ ঘিরে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান কুণাল। বিজেপিকে নকুল দানা বলেও কটাক্ষ করেন নেতা।