মমতাকে সঙ্গে নিয়ে রাহুল গান্ধির বক্তব্য-
‘কালো টাকার বিরুদ্ধে নোট বাতিলের সিদ্ধান্ত,এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী ৷’
‘দুর্নীতি ও কালো টাকায় এই সিদ্ধান্তের প্রভাব পড়েনি ৷’
‘বরং গরিব-কৃষক, মজদুরের উপর নেতিবাচক প্রভাব ৷’
‘নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ ৷’
‘সন্ত্রাসবাদ দমনেও ব্যর্থ এই সিদ্ধান্ত ৷’
advertisement
‘দেশবাসীর অসুবিধার দায় কার?’
‘তার জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে’
‘এই সময় দেশের মধ্যে সবচেয়ে বড় ইস্যু বেকারত্ব ৷’
‘কেন এই বেকারত্ব তার জবাব দিতে হবে মোদিজিকে ৷’
‘সাহারার টাকা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে ৷’
‘সাহারার নোটবুকে তাই লেখা রয়েছে ৷’
‘গুজরাটের প্রকল্পেও প্রধানমন্ত্রীর নামে টাকা জমা পড়েছে ৷’
‘এই দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতেই হবে ৷’
রাহুলকে পাশে বসিয়ে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকের রাশ নিজের হাতে নেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
‘আমরা যৌথ কর্মসূচি তৈরি করেছি’
‘আমাদের সহযোদী দলগুলোকে নিয়ে কর্মসূচি’
‘নোট বাতিল সিদ্ধান্ত বড় কেলেঙ্কারি’
‘স্বাধীনতার পর সবচেয়ে বড় কেলেঙ্কারি’
‘দেশের মানুষ আজ কাঁদছেন’
‘মোদিজি বলেছিলেন অচ্ছে দিন আনেওয়ালে’
‘এটা কী অচ্ছে দিনের নমুনা?’
‘কালো টাকা কোথায় গেল?’
‘৫০ দিনের সময় চেয়েছেন মোদি’
‘৪৭ দিনে জেশের জিডিপি তলানিতে’
‘দেশ ২০ বছর পিছিয়ে গেছে’
‘মজদুর-ক্ষেতমজুর না খেয়ে মরছে’
‘চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে’
‘সব উন্নয়নের কাজ বন্ধ হয়ে যাচ্ছে’
‘ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে’
‘বাকি ৩ দিনে কী সব ঠিক হবে?’
‘যদি না হয় তাহলে কি হবে?’
‘৫০ দিনের পরিস্থিতি না বদলালে’
‘প্রধানমন্ত্রী কী পদত্যাগ করবেন?’
‘অচ্ছে দিনের নামে দেশে লুঠ চালাচ্ছেন মোদি’
‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, চলে যায়’
‘গণতন্ত্রে এমনটাই হয়’
‘কিন্তু আপনারা তো লুঠে নিচ্ছেন’
‘গোটা দেশে পরিস্থিতি খুবই খারাপ’
‘কাশ্মীর থেকে মণিপুর সর্বত্র একই অবস্থা’
‘সরকার দুর্বল হলে এই অবস্থা হয়’
‘দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র’
‘ডিজিটাল তো ২০ বছর আগেই চালু হয়েছে’
‘কম্পিউটার থেকে টেলিকমিউনিকেশন’
‘রাজীব গান্ধির আমলেই তো চালু হয়েছে’
‘ডিজিটালের নামে এরা দেশে লুঠ চালাচ্ছে’
‘দেশজুড়ে শুধু ভয় দেখাচ্ছে’
‘সরকারকে যদি মানুষ এত ভয় পায়’
‘তাহলে মানুষ তো আর ভোটই দেবে না’
‘এরা শুধু গব্বর দেখাচ্ছে’
‘কালো টাকার নামে সবাই কালো হচ্ছে’
‘শুধু মোদিজিরাই সাদা হচ্ছেন’
‘কি সাবান মাখছেন মোদিজিরা?’
‘দেশের জন্য কেউ কাজ করলে তাতে সমর্থন’
‘আমাদের পূর্ণ সমর্থন থাকবে’
‘কিন্তু এটা কি হচ্ছে দেশজুড়ে?’
‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করছে’
‘সম্পূর্ণ রাজনীতি করছে’
‘কেন সংসদে নোট বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়নি’
‘সংসদীয় রীতিনীতিতে এটা করা যায় না’
‘এটা সংসদকে অবমাননা করা হয়েছে’
‘সংবিধানকে অবমাননা করা হয়েছে’
‘এসব কিছুর পরোয়া করে না মোদি সরকার’
‘গরিব লোকের নাম করে সওদা করছেন মোদি’
‘আর গরিব লোক না খেয়ে মরছে’
‘এর দায় কে নেবে?’
‘৫০ দিনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী’
‘প্রতিশ্রুতি পূরণ না হলে কি হবে?’
‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে’
‘আমরা তার জন্য অপেক্ষা করছি’
‘যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন’
‘তাহলে মানুষে তাঁকে তাড়িয়ে দেবেন ৷’