TRENDING:

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? 'বলা মুশকিল, পরিস্থিতিটা ইন্টারেস্টিং', বলছেন রামদেব

Last Updated:

রামদেবের উত্তর, 'রাজনৈতিক পরিস্থিতি বেশ কঠিন৷ আমরা এখনই বলতে পারি না, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বা কে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেবেন৷ তবে বর্তমান পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাদুরাই: বছর ঘুরতেই লোকসভা নির্বাচন৷ কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদিই থাকবেন নাকি...? যোগগুরু রামদেবও ধোঁয়াশায়৷ পতঞ্জলি-র অন্যতম কর্ণধার রামদেবের কথায়, বর্তমানে যা রাজনৈতিক অবস্থা, তাতে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, বলা কঠিন৷
advertisement

তামিলনাড়ুর মাদুরাইয়ে একটি অনুষ্ঠানে রামদেবকে প্রশ্ন করা হয়, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? রামদেবের উত্তর, 'রাজনৈতিক পরিস্থিতি বেশ কঠিন৷ আমরা এখনই বলতে পারি না, কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বা কে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেবেন৷ তবে বর্তমান পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং৷'

তিনি বলেন, 'বর্তমানে ভারতীয় রাজনীতিতে যে লড়াইটি চলছে, তা বেশ উত্তেজনার৷ তাই এখনই কিছু বলা সম্ভব নয়৷ আমি কোনও দল বা ব্যক্তি বিশেষের বিরোধিতা করছি না৷ কিন্তু একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, সঙ্কট ও অস্থিরতা লক্ষ্য করছি৷ এটা আমাদের দেশের পক্ষে ভালো নয়৷'

advertisement

রামদেবের বক্তব্য, তার লক্ষ্য আধ্যাত্মিক ভারত৷ এর সঙ্গে হিন্দুত্বকে গুলিয়ে ফেলা ঠিক নয়৷ এই যোগগুরু ৫ রাজ্যে বিজেপি-র হারের পর বলেছিলেন, 'নরেন্দ্র মোদি যে একজন দক্ষ দেশনেতা, কারও সন্দেহ নেই৷ তিনি কখনওই ভোট-ব্যাঙ্ক রাজনীতি করেন না৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তা হলে মোদি কি তাঁর প্রতিশ্রুতি রেখেছেন? প্রশ্নটি এড়িয়ে গিয়ে রামদেবের জবাব, 'এই সব রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে আমি আর জীবনে অশান্তিকে আমন্ত্রণ জানাতে চাই না৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে? 'বলা মুশকিল, পরিস্থিতিটা ইন্টারেস্টিং', বলছেন রামদেব