TRENDING:

বাড়ল লকডাউন, জেনে নিন এখনও পুরোপুরি বন্ধ থাকবে কী কী পরিষেবা

Last Updated:

কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, ১৭ মে পর্যন্ত লকডাউন বেড়ে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আরও দু'সপ্তাহ বাড়ছে লকডাউন। গৃহ মন্ত্রালয়ের তরফে শুক্রবার ঘোষণা করা হয় ৪ মে থেকে লকডাউনের সময়সীমা বাড়িয়ে করা হল ১৭ মে ৷ তৃতীয় দফার লকডাউনের জন্য দেশকে তিনটি জোন রেড, অরেঞ্জ ও গ্রিন হিসেবে ভাগ করা হয়েছে ৷ দ্বিতীয় দফার লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হলেও এখনও বেশ কিছু পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷
advertisement

আরও দু'সপ্তাহ বাড়ছে লকডাউন। তবে গ্রিন ও অরেঞ্জ জোনে মিলবে শর্তসাপেক্ষ ছাড়। কেন্দ্রের বিবৃতি অনুযায়ী, ১৭ মে পর্যন্ত লকডাউন বেড়ে গেল। শুক্রবার বিকেলে কেন্দ্রীর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গোটা দেশজুড়ে জোন নির্বিশেষে এখনও বেশ কিছু জিনিস বন্ধ রাখা হবে ৷ সম্পূর্ণ বন্ধ থাকবে বিমান, রেল এবং মেট্রো পরিষেবা। এমনকি আন্তঃরাজ্য যাতায়াতেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্কুল, কলেজ ও সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ হোটেল ও রেস্তোরাঁও বন্ধ রাখা হবে ৷ কোনও রকমের জনসমাগম করা যাবে না ৷ সিনেমা হল, মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স সমস্ত কিছু আপাতত বন্ধ থাকবে ৷ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাগম করা যাবে না ৷ ধর্ম স্থানগুলিও বন্ধ রাখা হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ল লকডাউন, জেনে নিন এখনও পুরোপুরি বন্ধ থাকবে কী কী পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল