৪০ দিন ধরে টানা শীর্ষ আদালতে শুনানি চলার পর শুক্রবার সন্ধেয় জানা যায়, ৯ নভেম্বর, শনিবার বেলা সাড়ে দশটায় অযোধ্যা বিতর্কিত জমি মামলায় রায় শোনাবে প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৷ দেশ জুড়ে জারি করা হয় বিশেষ সতর্কতা ৷ অযোধ্যা সন্নিহিত অঞ্চলে ১৫ হাজার পুলিশ সহ নিরাপত্তায় মোতায়েন হন ৪ হাজার আধাসেনা ৷ অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয় ৷
advertisement
এরপরই গুগলের কাছে আসে অযোধ্যা মামলা নিয়ে বেশ কিছু প্রশ্ন ৷ তার মধ্যে ঘুরেফিরে সবথেকে বেশিবার তিনটি প্রশ্ন করেছেন বেশিরভাগ দেশবাসী সেগুলি হল-
১) কাল অর্থাৎ অযোধ্যা মামলার রায় ঘোষণার দিন কী ছুটি ঘোষণা করা হয়েছে?
শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে চলেছে জানতে পেরে ভারতীয়রা সবথেকে বেশিবার গুগলে সার্চ করেছেন এদিন ছুটি আছে কিনা ৷ উল্লেখ্য, কোনও কোনও রাজ্যে ১১ নভেম্বর অবধি সমস্ত স্কুল, কলেজ ও কোচিং সেন্টারগুলিতে ছুটি দিয়ে দিয়েছে সরকার ৷ দেশের বিভিন্ন অংশে মদ বিক্রিও বন্ধ রাখা হয়েছে ৷
২) Section 144 কী?
অযোধ্যা মামলা রায় ঘোষণা আগে নিরাপত্তার কথা মাথায় রেখে অযোধ্যা ছাড়াও বিভিন্ন জায়গায় জারি করা হয় ১৪৪ ধারা ৷ ব্যাপারটা আসলে কী জানতে অনেকেই শরণাপন্ন হয় গুগলের ৷ শান্তি বজায় রাখতে কোনও অঞ্চলে এই ধারা আরোপ করা হলে, চারজনের বেশি মানুষ সেখানে জমায়েত হতে পারবে না ৷ উত্তরপ্রদেশ, বেঙ্গালুরু, জম্মুতে কেন ১৪৪ ধারা আরোপ করা হয়েছে কেন? এই প্রশ্ন সবথেকে বেশিরভাগ এসেছে ৷
৩) প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কে? কোন রাজ্যের বাসিন্দা তিনি? কোন ধর্মাবলম্বী?
পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ এই সাংবিধানিক বেঞ্চই অযোধ্যা মামলার রায় শুনিয়েছে ৷ রায়ের আগে প্রধান বিচারপতির প্রোফাইল ও তাঁর ধর্ম ও জন্মস্থান নিয়ে সবথেকে বেশি উৎসাহ দেখা যায় ৷ গগৈ ছাড়া বেঞ্চে ছিলেন Justice Sharad Arvind Bobde, Justice Ashok Bhushan, Justice S. Abdul Nazeer, Dr. Justice D.Y. Chandrachur ৷