২০১৬ ডিসেম্বরে মা হন করিনা ৷ জন্ম নেয় সইফ-করিনার ছেলে তৈমুর ৷ আপাতত রীতি মতো সেলিব্রিটি স্টেটাস পেয়ে গিয়েছে ছোট্ট তৈমুরও ৷ পতৌদি পরিবাররে একেবারে ছোট সদস্যর ছবি পেতে মরিয়া থাকেন প্যপারাৎজিরা ৷ তৈমুরও যেন রপ্ত করে ফেলেছে সেই রীতি ৷ কাপুর ও পৌতদি পরিবারের নাতির রক্তেও তো রয়েছে নবাবিয়ানা ৷ সইফ ও করিনার ছেলে এক্কেবারে পারফেক্ট কিড স্টার ! মা হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন করিনা ৷ কিন্তু ছেলেকে এক মুহূর্তও চোখের বাইরে যেতে দেন না তিনি ৷ শ্যুটিং-এর সময়ও তৈমুর থাকেন তার সঙ্গে ৷
advertisement
ননদ সোহার মেয়ে ইনায়ার জন্মদিনে ছেলেকে নিয়ে এলেন করিনা ৷ সঙ্গে অবশ্যই সেই গুড নিউজ ৷ আসলে যেই টি শার্টটি পড়লেন করিনা, তাতেই লেখা রয়েছে এই শব্দগুলো ৷ জল্পনা তো ছিলই ৷ তাহলে কী টি শার্টের লেখার মাধ্যমে কী সেই জল্পনাই উস্কে দিতে চাইলেন করিনা ?
আরও পড়ুন কে এই ‘সুজয়দা’-র ‘পুচকি’ ? জানুন আসল পরিচয়