TRENDING:
LIVE NOW

SIR, West Bengal News Today Live: প্রেমিকার সঙ্গে হার্দিক পান্ডিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল, সলমনের বিরুদ্ধে আইনি নোটিস, এক নজরে আজকের বড় খবর

Last Updated:

West Bengal SIR, Kolkata News Today Live Updates in Bangla:উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিলাসপুর ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ জন। প্রথম বিশ্বকাপজয়ী বাঙালি ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিচ্ছে সিএবি। শুক্রবার অর্থাৎ ৭ তারিখ ইডেনে রিচার মেগা সংবর্ধনা অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement

West Bengal News Today Live: ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করলেন রাহুল গান্ধি। অন্যদিকে উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চার যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি এসআইআর শুরু হতেই বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়াতে শুরু করল রাজনৈতিক দলগুলি। নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মীরাপুত্র জ়োহরান মামদানি। হাতের ট্যাটুতে এ বার সদ্য জেতা বিশ্বকাপকে বন্দি করলেন ভারতের জাতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। একইসঙ্গে এক ৩৭ বছরের জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসলেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ এনে সলমন খানের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হল।

আজকের বড় খবর
আজকের বড় খবর
advertisement
November 05, 202512:41 PM IST

Rahul Gandhi Questions BJP's Haryana Win: ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ রাহুল গান্ধির

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বুধবার ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলেছেন, অভিযোগ করেছেন যে একজন  ব্রাজিলিয়ান মডেল হরিয়ানায় কমপক্ষে ১০টি ভিন্ন বুথে ২২ বার ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তিনি আরও দাবি করেন যে, “জাল ভোট” এবং পোস্টাল ব্যালটের “ব্যাপক কারসাজির” মাধ্যমে বিজেপির জয় নিশ্চিত করা হয়েছে।
November 05, 202512:37 PM IST

Harmanpreet Kaur Unveils World Cup Trophy Tattoo: সদ্য বিশ্বসেরা ক্রিকেট অধিনায়ক হরমনপ্রীত কৌর এ বার ট্যাটুতে ধরে রাখলেন বিশ্বকাপের ট্রফিকে

এ বার ট্যাটুতে বিশ্বকাপকে ধরে রাখলেন হরমনপ্রীত কৌর। সদ্য বিশ্বসেরা হওয়া ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক প্রকাশ করেছেন তাঁর নতুন ট্যাটু। সেখানে উজ্জ্বল হয়ে আছে চলতি বছরের বিশ্বকাপ ট্রফি। ট্যাটুতে বিশ্বকাপ ট্রফির ছবি আঁকা আছে যার উপর ২০২৫ এবং ৫২ নম্বর লেখা আছে – যা ফাইনালে জয়ের বছর এবং ব্যবধানের উল্লেখ করে। “আমার ত্বকে এবং হৃদয়ে চিরকাল খোদাই করে রাখা হয়েছে। প্রথম দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং এখন আমি প্রতিদিন সকালে তোমাকে দেখব এবং কৃতজ্ঞ থাকব,” তিনি তাঁর নতুন ট্যাটুর ছবির ক্যাপশনে লিখেছেন।
November 05, 202511:36 AM IST

Salman Khan Gets Legal Notice: 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন! সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে আইনি অভিযোগ

সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে আইনি অভিযোগ। রাজস্থানের কোটা ক্রেতাসুরক্ষা আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর আইনি ঝামেলায় পড়েছেন তারকা। অভিযোগ করা হয়েছে যে তাঁর অভিনয় করা একটি জনপ্রিয় পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন “বিভ্রান্তিকর”।
advertisement
November 05, 202511:09 AM IST

Hardik Pandya And Gilfriend Mahieka Sharma's PDA: সমুদ্র সৈকতে প্রেমিকার সঙ্গে হার্দিক পান্ডিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল

প্রেমিকার সঙ্গে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে পড়ল৷ প্রসঙ্গত মাহিকা শর্মার সাথে তার সম্পর্ক লুকানোর কোনও ইচ্ছা নেই হার্দিক পান্ডিয়ার। তার সর্বশেষ ইনস্টাগ্রাম আপডেট এর প্রমাণ দিতে পারে। সেখানে এক সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছেন এই জুটি৷ মনে করা হচ্ছে প্রেমিক যুগল মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন৷
November 05, 202510:48 AM IST

SIR: SIR আবহে করা হচ্ছে আইনি সহায়তা কেন্দ্র, অসুবিধায় পড়লে আইনি সহায়তা করবে তৃণমূল

রাজ্যের সব জেলায় এবার লিগ্যাল সেলের সভা হবে। SIR আবহে এবার আইনি সহায়তা কেন্দ্র করা হচ্ছে। কেউ কোনও অসুবিধায় পড়লে আইনি সহায়তা করবে তৃণমূল। প্রতি জেলায় এই বিষয়ে আগামী ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর হবে সভা (পাবলিক মিটিং)
বিশেষ নজর উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে। আগামী ১১ তারিখ ডোরিনা ক্রসিংয়ে প্রথম সমাবেশ। তৃণমূল সূত্রে খবর, নানা ভাবে আইনি সমস্যায় ফেলা হতে পারে। তাই আইনজীবীদের বিশেষ দল কাজ করবে। প্রসঙ্গত ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ তোলেন।
November 05, 202510:59 AM IST

Uttar Pradesh Train Accident: চুনারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত অন্তত ৪

উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা গঙ্গায় পবিত্র স্নানের জন্য চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। আরও ২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চুনার রেলস্টেশনে যখন এই ঘটনা ঘটে তখন তারা একটি যাত্রিবাহী ট্রেনে করে চুনারে পৌঁছন। রেল কর্মকর্তাদের মতে, যাত্রীরা ট্রেনের প্ল্যাটফর্মের পাশে না নেমে বরং বিপরীত দিকে নেমেছিলেন, যেখানে তারা অন্য দিক থেকে আসা আরও একটি ট্রেনের সাথে ধাক্কা খান।
advertisement
November 05, 202510:23 AM IST

SIR: এসআইআর শুরু হতেই বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়াতে শুরু করল রাজনৈতিক দলগুলি

এখনও পর্যন্ত সবথেকে বেশি বুথ লেভেল এজেন্ট দিল বিজেপি। রাজ্যের ৮০৬৮১ টি বুথের জন্য বিজেপি এখনো পর্যন্ত দিয়েছে ২৪ হাজার ৮৫৮টিতে বুথ লেভেল এজেন্ট। সিপিআইএম দিয়েছে ১৮ হাজার ৭০৬, তৃণমূল কংগ্রেস দিয়েছে ১৩৫২৬, কংগ্রেস ৫৭৫৭ এবং ফরওয়ার্ড ব্লক দিল ১০৫৩। এস আই আর যে পূর্ণ সময়ের কাজ, সে বিষয়টি কমিশন আরও একবার স্পষ্ট করল। সোমবারের পর অবস্থান ফের স্পষ্ট করল কমিশন। স্কুল শিক্ষা দফতর যেহেতু স্কুলে যাওয়ার বিষয়ে নতুন নির্দেশ দেয়নি তাই আপাতত শুধু এসআইআর-এর কাজই করতে পারবেন বলে মনে করছেন বিএলও-রা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত অন ডিউটি নিয়ে কোনও ব্যাখ্যা আসেনি কমিশনের কাছে। ফলে আগামী একমাস অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র এসআইআর-এর কাজই করতে হবে বুথ লেভেল অফিসারদের।
November 05, 202510:06 AM IST

Happy Birthday Virat Kohli: ৩৭-এ পা বিরাট কোহলির, জন্মদিনে ভাসলেন অনুরাগীদের শুভেচ্ছায়

জন্মদিনের সকাল থেকেই ভক্ত তথা অনুরাগীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে গেলেন বিরাট কোহলি। বুধবার ৩৭ বছরে পা দিলেন কিং কোহলি। আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্বও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ৫ নভেম্বর, ১৯৮৮ সালে দিল্লিতে জন্মগ্রহণকারী বিরাট কোহলি আজ লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দন। কঠোর পরিশ্রম, আবেগ এবং নিষ্ঠার মাধ্যমে তিনি অসংখ্য রেকর্ড অর্জন করেছেন। যদিও কিং কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবুও ওয়ানডে ফরম্যাটে তার দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে তিনি ভক্তদের মন জয় করে চলেছেন।
November 05, 20259:43 AM IST

Kolkata Metro Railways: ইদানীং মেট্রো সফর যাত্রীদের কাছে রীতিমতো আতঙ্কের

গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে।
advertisement
November 05, 20259:50 AM IST

Bilaspur Train Accident : আজ বিলাসপুরের লালখাদানে ট্রেন দুর্ঘটনাস্থলে যাবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি

আজ বেলা ১১’টা নাগাদ বিলাসপুরের লালখাদানে যাবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়ে গিয়েছে।
প্রাথমিকভাবে রেল, দুর্ঘটনার জন্য ট্রেন চালককে দায়ী করছে। তবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে।
November 05, 202512:10 PM IST

New York Mayor Election 2025: নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মীরাপুত্র জোহরান মামদানি

নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির এই নেতার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্রচার করে যাচ্ছিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। তবে তাঁর বেড়ে ওঠা নিউ ইয়র্ক শহরে। মামদানির পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় ছড়িয়ে রয়েছে ভারতে।
November 05, 20259:35 AM IST

Jammu And Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরে জঙ্গি-সেনাবাহিনী সংঘর্ষ

বুধবার ভোরে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাতরু এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের সেনারা গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের সময় ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে। কোনও জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
advertisement
November 05, 20259:34 AM IST

Large UPS Cargo Plane Crashes: আমেরিকায় বিধ্বংসী বিমান দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

বুধবার ভোরে কেন্টাকির লুইসভিলের একটি বিমানবন্দর থেকে ওড়ার সময় তিনজন যাত্রী নিয়ে একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বংসী দুর্ঘটনায় পড়ে। বিস্ফোরণে বিমানের সকল আরোহী নিহত এবং ১১ জন আহত হন।
বাংলা খবর/ খবর/দেশ/
SIR, West Bengal News Today Live: প্রেমিকার সঙ্গে হার্দিক পান্ডিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল, সলমনের বিরুদ্ধে আইনি নোটিস, এক নজরে আজকের বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল