ঘটনাটি উত্তর প্রদেশের ইটা জেলার। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে জঙ্গলের ভিতরে একটি অবাধ অস্ক্র কারখানার হদিশ পান। টনাস্থল থেকে তিন অবৈধ অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০টি পিস্তল, কার্তুজ, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও সরবরাহে ব্যবহৃত একটি বাইক উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েনও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অতীতে অস্ত্র চোরাকারবারিরা অনেক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে। এই কারখানা যে সকল পিস্তল তৈরি করা হত তা আশপাশের জেলাতে ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করা হত বলেও খবর। আগামী নির্বাচনেও এসব অবৈধ অস্ত্র ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে বলেও আশঙ্কা করা হচ্ছে পুলিশের তরফে। এই ঘটবার সঙ্গে আরও কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, বিশ্বের সবথেকে ছোট নামের রেল স্টেশন কি? উত্তর জানলে চমকে যাবেন
এসএসপি রাজেশ কুমার সিং অস্ত্র কারখানার পর্দাফাঁস করা পুলিশ দলকে উৎসাহিত করার জন্য ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি বলেছেন,”পুলিশ খুব ভাল কাজ করেছে। এটি ইটা জেলা পুলিশের একটি বড় সাফল্য। একটি অস্ত্র কারখানার হদিশ মিলেছে। সেখান থেকে ১০টি পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে বন্দুক তৈরির প্রচুর সরঞ্জাম। ধৃতেদের আগেও নানাধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার খোঁজ মিলেছে। গোটা টিমকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”