পাশাপাশি আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত রাজ্যে ঢুকে পড়ছে বর্ষা। এখন প্রাক বর্ষার বৃষ্টি চললেও রাজ্যে সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের ওপর ভর করে সেই বর্ষার গতি নতুন করে তরান্বিত হয় কি না, সেটাই দেখার।
পশ্চিমবঙ্গ এখনও ঘূর্ণিঝড় আমফানের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি। দক্ষিণবঙ্গের বিস্তির্ণ অংশে এখনও চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ের ক্ষত রয়ে গিয়েছে। সেই ক্ষত ঠিক মতো সেরে ওঠার আগেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি স্বাভাবিক কারণে চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে। যদিও আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ক্রমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলে শেষ পর্যন্ত এটি পশ্চিমবঙ্গের উপকূলে আসে কি না, সেটিই দেখার।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 5:38 PM IST