মোদি-জিংপিং সম্পর্ককে কটাক্ষ করে রাহুল বলেন, 'চিন ভারতের বিরুদ্ধে কথা বলছে৷ আর মোদিজির মুখ থেকে একটি কথাও বেরচ্ছে না৷ গুজরাতে জিংপিংয়ের সঙ্গে দোলনায় দুলেছেন৷ দিল্লিতে আলিঙ্গন করেছেন৷ তারপরেই জিংপিংয়ের কাছে মাথা নত৷' কংগ্রেসের ট্যুইট, 'চিন যে ভাবে ভয়াবহ জঙ্গি মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তকমা দেওয়ার ক্ষেত্রে ভেটো দিচ্ছে, তাতে দেশবাসীর মনে একটাই প্রশ্ন, জিংপিং-মোদির বন্ধুত্ব কী হল?'
advertisement
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ট্যুইট, 'দুঃখের বিষয়, মোদিজির বিদেশনীতি বার বার ফ্লপ হচ্ছে৷' এমনকী কান্দাহার বিমান ছিনতাইয়ে মাসুদকে ছেড়ে দেওয়ার বিষয়ে বিজেপি-র ভূমিকারও তীব্র সমালোচনা করছে কংগ্রেস৷
মাসুদ আজহারকে নিষেধাজ্ঞার প্রস্তাবে আপত্তি, চিনের বাধায় আটকে গেল নিষেধাজ্ঞা। রাষ্ট্রসঙঘের নিরাপত্তা পরিষদে ফের মাসুদকে জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাবে ভেটো দিল চিন। এই নিয়ে ৪ বার এই প্রস্তাবে ভেটো দিল বেজিং ।
নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার প্রস্তাব এনেছিল ভারত,মার্কিন যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে চিনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে। বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল, কেবলমাত্র দায়িত্বপূর্ণ সিদ্ধান্তই নেবে চিন। পুলওয়ামা হামলার পরই নিরাপত্তা পরিষদে মাসুদকে এই তকমা দেওয়ার প্রস্তাব পুনরায় গৃহীত হয়েছিল।
আরও ভিডিও: ভারতের কূটনৈতিক চাপের কাছে ফের হার ,মাসুদ আজহার রয়েছেন পাকিস্তানেই মেনে নিল বিদেশমন্ত্রক