আজম খানের এই মন্তব্যের পর থেকেই বিজেপি ও অন বিরোধী দলগুলির তরফ থেকে এর তীব্র প্রতিবাদ করা হয়েছে । এদিন সাংসদে মিমি বলেছেন 'আমি এখানে প্রতিদিনই নতুন কিছু শিখছি কিন্তু যে ভাষায় গতকাল উনি কথা বলেছেন তা কোনও সাংসদ বলতে পারেন না । 'একজন সাংসদ কিছুতেই ''আমার চোখে চোখ রেখে কথা বলুন'' এই মন্তব্য করতে পারেন না', লোকসভায় জানিয়েছেন মিমি ।
advertisement
'মহিলাদের সম্মান করাটা প্রত্যেকেরই কর্তব্য। গতকাল যা হয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে লড়াই করা উচিৎ,' জানিয়েছেন মিমি । পাশাপাশি স্পীকার ওম বিড়লার উদ্দেশে মিমি বলেছেন 'সংসদে উপস্থিত প্রত্যেকটি মহিলা আপনার থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করছি' ।
নির্মলা সীতারমণ, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি থেকে শুরু করে নুসরত জাহান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত বিরোধী সাংসদরাও আজম খানের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন যদিও সেই দাবি মানতে নারাজ আজম খান নিজে । তাঁর পাল্টা দাবি তিনি অসংসদীয় কোনও কথা বলেননি, তা যদি হয়ে থাকত তাহলে ইস্তফা দিতেও রাজী তিনি ।