Network18-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে অমিত শাহ বলেন, 'কাশ্মীরে ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোট চলছে৷ আমরা ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছি সরাসরি পঞ্চায়েতকে৷ গ্রামগুলির উন্নয়নে এই টাকা খরচ হবে৷ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, কাশ্মীর উপত্যকায় আগামী ১৫ বছরের উন্নয়নের রোডম্যাপ তৈরির জন্য৷ আমার বিশ্বাস, কাশ্মীরে পরিকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে৷ জম্মু-কাশ্মীরকে উন্নত রাজ্য গড়তে আমাদের কেউ আটকাতে পারবে না৷ এই গোটা প্রক্রিয়াটি করার জন্য মূল বাধা ছিল ৩৭০ ধারা, যা আমরা সাফল্যের সঙ্গে বিলোপ করেছি৷'
advertisement
সম্প্রতি ভিনরাজ্যের শ্রমিকদের উপর সন্ত্রাসবাদীদের হামলা প্রসঙ্গে অমিত শাহ বলেন, 'এই ধরনের ঘটনা রোজ হয় না৷ গত ২ মাসে ৪টি হামলা হয়েছে৷ ১৯৯০ সাল থেকে, প্রতি মাসে গড়ে ১৬ থেকে ১৮টি হামলা হত৷ আমরা সেই পরিস্থিতি কমিয়ে ফেলেছি৷ একেবারেই কমিয়ে দেব৷'
কাশ্মীরে কি অ-মুসলিম মুখ্যমন্ত্রী? বিজেপি সভাপতি বলেন, 'এ ভাবে ভাবাটা ঠিক নয়৷ কাশ্মীরের মানুষই সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে৷ মুখ্যমন্ত্রী হিন্দু না মুসলমান, তাতে কিছু আসে যায় না৷ কাশ্মীর তাদের মুখ্যমন্ত্রী বাছবে৷'