TRENDING:

'আজ তোমায় দেশকে উত্‌সর্গ করলাম', প্রিয়াঙ্কার উদ্দেশ্যে রবার্টের আবেগঘন পোস্ট

Last Updated:

রবার্ট ফেসবুক পোস্টে লিখেছেন, 'খুবই প্রতিহিংসাপরায়ণ ও অসত্‍‌ একটি পরিবেশ তৈরি হয়েছে রাজনীতিতে৷ কিন্তু আমি জানি, মানুষের কাজ করা ওঁর কর্তব্য৷ এ বার আমরা প্রিয়াঙ্কাকে দেশের জন্য উত্‍‌সর্গ করলাম৷ দয়া করে ওঁকে সুরক্ষিত রাখুন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার প্রথম রোড শো-এর দিন ফেসবুকে আবেগঘন পোস্ট করলেন প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা৷ জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য স্ত্রীকে শুভেচ্ছাও জানালেন রবার্ট৷
advertisement

রবার্ট ফেসবুক পোস্টে লিখেছেন, 'খুবই প্রতিহিংসাপরায়ণ ও অসত্‍‌ একটি পরিবেশ তৈরি হয়েছে রাজনীতিতে৷ কিন্তু আমি জানি, মানুষের কাজ করা ওঁর কর্তব্য৷ এ বার আমরা প্রিয়াঙ্কাকে দেশের জন্য উত্‍‌সর্গ করলাম৷ দয়া করে ওঁকে সুরক্ষিত রাখুন৷'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কা য়খন লখনৌয়ে রোড শো করছেন, তখন রবার্ট তাঁর মা মৌরিন বঢরার সঙ্গে জয়পুরে৷ বিকানের জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ইডি-র জেরার সামনে৷ জয়পুরেপ বিমান ধরার আগে রবার্টকে দিল্লিতে দেখা যায়, একটি লাক্সারি মোটরবাইক চালাচ্ছেন৷ যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আজ তোমায় দেশকে উত্‌সর্গ করলাম', প্রিয়াঙ্কার উদ্দেশ্যে রবার্টের আবেগঘন পোস্ট