TRENDING:

আটকে পড়া মানুষের জন্য আটটি ট্রেনের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ, ট্যুইট করে জানাল রেল মন্ত্রক

Last Updated:

২টি পঞ্জাব, ২টি তামিলনাড়ু, ৩টি কর্নাটক, ১ টি তেলেঙ্গানা থেকে রাজ্যে আসবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‌#নয়াদিল্লি:‌ ‌সারাদিনের তরজা শেষ হল রাত ন’‌টায় এসে। শনিবার সকালে অমিত শাহের চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় সরকার ট্রেন দিতে চাইলেও রাজ্যের অনুমতি না মেলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও ট্রেন রাজ্যে আসতে পারছে না। রাজ্যের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, এই অভিযোগ মিথ্যে।
advertisement

advertisement

স্বরাষ্ট্র সচিব সাংবাদিক বৈঠক করেও পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য একাধিক ট্রেন দাবি করার বিষয়টি তোলেন। শেষ পর্যন্ত রাত ন’‌টা নাগাদ ট্যুইট করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। সেখানে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চিঠি পাওয়ার পরে আজ পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার জন্য আটটি ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেগুলির মধ্যে ২টি পঞ্জাব, ২টি তামিলনাড়ু, ৩টি কর্নাটক, ১ টি তেলেঙ্গানা থেকে রাজ্যে আসবে। ট্যুইটে আরও উল্লেখ করা হয়েছে, যে, এ দিন সকালে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মোট ২টি পরিযায়ী শ্রমিকবাহী ট্রেনের অনুমতি পায় রেল মন্ত্রক। একটি আজমের শরিফ থেকে আরেকটি এর্নাকুলাম থেকে। তার পরে বেলা গড়াতে বিস্তর জলঘোলা হওয়ার পরে বাকি ট্রেনের অনুমতি পাওয়া যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আটকে পড়া মানুষের জন্য আটটি ট্রেনের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ, ট্যুইট করে জানাল রেল মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল