এদিকে এই সব জটিলতার জেরে আর মানসিক চাপ নিতে পারছেন না নির্ভয়া গণধর্ষিতার মা আশাদেবী ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন তাঁর মেয়ে হত্যার দোষীদের নিয়ে রাজনৈতিক চাপানউতোরে কোনও লাভ হচ্ছে না ৷ এই মামলা থেকে বিভিন্ন মানুষ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে ৷ কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন আর তিনি কিছু চান না, শুধু চান প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক ভাবে বিবেচনা করুন আর ২২ জানুয়ারিতেই ফাঁসি দেওয়া হক চার ধর্ষককে ৷ তিনি আরও বলেছেন দীর্ঘদিন তিনি আসামীদের সাজার আশায় মুখ বন্ধ করেছিলেন ৷ আর তিনি এবার চুপ থাকবেন না ৷
advertisement
দেখে নিন ঠিক কী বললেন আশাদেবী ৷
এদিকে অবশ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার মুকশে কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন ৷ মুকেশ কুমার নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলার অন্যতম অপরাধী ৷ প্রসারভারতী নিউজ সার্ভিস সূত্রের মারফত এ খবর জানিয়েছে ৷
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাব পাঠিয়েছিল এই ধর্ষকের প্রাণভিক্ষার আর্জি নাকচ করার ৷ এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংয়ের রায় সংশোধনের আবেদনের শুনানিতে আদালত জানিয়ে দিল, ২২ জানুয়ারি ফাঁসি সম্ভব নয়৷ কারণ, মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি ও দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে৷
আরও পড়ুন - পাকিস্তান থেকে এসেছেন, লড়বেন ভারতে নির্বাচন, চিনে নিন
নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷ " নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
আরও দেখুন
আরও দেখুন