পটনার ডিএম চন্দ্রশেখর সিং বলেছেন, ‘‘দিল্লিগামী প্লেনকে পটনায় ফিরতে হয়৷ স্থানীয়রা প্লেনে আগুন দেখতে পান৷ স্থানীয়রা জেলা আধিকারিক ও বিমানবন্দরের আধিকারিকদের খবর জানান৷ সমস্ত ১৮৫ জন প্যাসেঞ্জার যাঁরাঁ প্লেনে ছিলেন তাঁদের সকলকেই নামানো হয়েছে৷ আগুনের কারণ যান্ত্রিক ত্রুচি হতে পারে৷ ইঞ্জিনিয়াররা এই কারণ খতিয়ে দেখছে৷’’
আরও পড়ুন - Agneepath Job Vacancy: বছের ৩০ দিন ছুটি, মৃত্যুতে মিলতে পারে ১ কোটি টাকা, কী কী সুবিধা আছে অগ্নিপথে
advertisement
দেখুন আগুন লাগা স্পাইস জেটের পটনা অবতরণের ভিডিও
স্পাইসজেট প্লেনের ভিডিও নিউজ এজেন্সি এএনআই থেকে ডিবোর্ড হওয়া যাত্রীদের দেখা যাচ্ছে৷
শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইট করেন রিপোর্ট আসার পরেই৷ প্যাসেঞ্জারদের জীবন নিয়ে খেলা৷ তিনি লেখেন, ‘‘এটা বিমানমন্ত্রক এবং মন্ত্রীদের কাছে বারবার তোলা হয়েছে৷ জানা নেই কখন এই অবস্থায় বড় গণ্ডগোল হওয়ার অপেক্ষা করতে হবে৷’’
বিমান থেকে বেশ কিছুদিন ধরেই নিরাপত্তা সংক্রান্ত একাধিক ঘটনা থাকে৷ স্পাইসজেটের ১০ লক্ষ টাকা ফাইন করেছে ডায়রেক্টরেট জেনরল অফ সিভিল অ্যাভেশিয়েন ৷ যাতে স্পাইসজেট সুরক্ষা সংক্রান্ত ফল্টি স্টিমুলেটর হয়েছে৷
এপ্রিলে DGCA ৯০ স্পাইসজেট পাইলটদের ম্যাক্স এয়ারক্রাফট সঠিক শিক্ষণব্যবস্থা নিতে হবে৷
