নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকার সামরিক বাহিনীতে ভর্তির জন্য নতুন যোজনা ‘অগ্নিপথ’ নিয়ে জারি বিবাদের মধ্যেই ভারতীয় বায়ু সেনা অগ্নিপথ স্কিম নিয়ে সমস্য তথ্য সামনে আনল৷ অগ্নিপথ যোজনার সূত্র ধরে এয়ারফোর্স চার বছরের জন্য ভর্তি হওয়া অগ্নিবীরদের বছরে ৩০ দিনের ছুটি দেবে৷ পাশাপাশি তাঁদের ক্যান্টিনের সুবিধা থাকবে৷ এয়ারফোর্সের উর্দির পাশাপাশি থাকবে ইনসিওরেন্স৷
সারা দেশ জুড়ে এই অগ্নিপথ যোজনা নিয়ে বিক্ষোভের আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে দেশ৷ তাই এই যোজনা নিয়ে যুব সম্প্রদায়কে জানাতে ইন্ডিয়ান এয়ার ফোর্স বা ভারতীয় বায়ু সেনা এই চাকরি সম্পর্কিত সব সুবিধা সামনে এনেছে৷সারা দেশ জুড়ে এই অগ্নিপথ যোজনা নিয়ে বিক্ষোভের আগুনে ছাড়খাড় হয়ে যাচ্ছে দেশ৷ তাই এই যোজনা নিয়ে যুব সম্প্রদায়কে জানাতে ইন্ডিয়ান এয়ার ফোর্স বা ভারতীয় বায়ু সেনা এই চাকরি সম্পর্কিত সব সুবিধা সামনে এনেছে৷
ভারতীয় বায়ুসেনা নিজেদের ওয়েবসাইটে এই অগ্নিপথ যোজনা সম্পর্কে যেতথ্য দিয়েছে তাতে জানা যাচ্ছে মাসিক বেতনের সঙ্গে হার্ডশিপ অ্যালোয়েন্স, ইউনিফর্ম অ্যালোয়েন্স, ক্যান্টিন ও মেডিকেল সুবিধা দেবে৷ অগ্নিবীরদের ট্র্যাভেল অ্যালোয়েন্সও দেওয়া হবে৷ বছরে ৩০ দিনের ছুটি দেওয়া হবে৷ এছাড়া মেডিক্যাল লিভ আলাদা দেওয়া হবে৷ ভারতীয় বায়ুসেনার অগ্নিপথ যোজনায় অগ্নিবীরদের ভর্তি হওয়ার বয়স ১৭.৫ থকে ২১ বছরের মধ্যে হতে হবে৷
সার্ভিসের (চার বছর) মধ্যে অগ্নিবীরের মৃত্যু হলে বিমা কভার পাওয়া যাবে, যার থেকে অগ্নিবীরের পরিবার ১ কোটি টাকা আর্থিক সহয়তা পাবে৷ যদি ডিউটির দরুণ বিকলাঙ্গ হয়ে যায় তাহলে এক্সগ্রাসিয়া হিসেবে ৪৪ লক্ষ টাকা পাওয়া যাবে৷ তার পাশাপাশি যতবছর চাকরি বাকি আছে তার বেতন এবং অন্য সব প্যাকেজ পাওয়া যাবে৷ অগ্নিবীরদের মোট ৪৮ লক্ষ টাকা ইনসিওরেন্স আছে৷ যদি চাকরির সময় মৃত্যু হয় তাহলে সরকারের পক্ষ থেকে ৪৪ লক্ষ টাকা এবং সেবানিধি প্যাকেজ পাওয়া যাবে৷ পাশাপাশি যতদিন চাকরি বাকি আছে তার পুরো বেতন পাওয়া যাবে৷