TRENDING:

Bengaluru: বনেটের উপরে একজনকে নিয়েই ৩ কিলোমিটার ছুটল গাড়ি, বেঙ্গালুরুর হাড়হিম করা ভিডিও

Last Updated:

কদিন আগেই ৭১ বছরের এক বৃদ্ধকে স্কুটির পিছনে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল বেঙ্গালুরুতে। এই নিয়ে এই শহরে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: আবারও সেই এক ঘটনা। আবারও মানুষকে টেনে হিঁচড়ে এগিয়ে গেল চারচাকা গাড়ি। এবার নয়া দিল্লি নয়, ঘটনাস্থল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু।
advertisement

সম্প্রতি সামনে এসেছে হাড়হিম করা একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ভরা দিনের আলোয় এক ব্যক্তিকে বনেটের উপরে রেখেই প্রায় ৩ কিলোমিটার টেনে নিয়ে যাচ্ছে একটি গাড়ি। ঘটনার জেরে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: কোথায় তোলা হয়েছিল 'ভাইরাল' ছবি? কী বললেন কুণাল? ট্যুইটেই বা কোন বার্তা দিলেন বিজেপির হিরণ?

advertisement

জানা গিয়েছে, একটি খুচরো পথ দুর্ঘটনার জেরে গাড়ির চালক প্রিয়াঙ্কা ও স্কুটি চালক দর্শনের বচসা বাধে। একটা সময়ে বচসার মাঝেই গাড়ি নিয়ে রওনা দেন প্রিয়াঙ্কা। সেই সময় প্রিয়াঙ্কাকে থামাতে তাঁর গাড়ির পিছনে স্কুটি নিয়েই রওনা দেন দর্শন। প্রিয়াঙ্কাকে থামাতে তাঁর গাড়ির বনেটের উপরেই ঝাঁপ দেন তিনি। কিন্তু তারপরেই গাড়ি থামাননি প্রিয়াঙ্কা। দর্শনকে গাড়ির বনেটের উপরে নিয়েই প্রায় ৩ কিলোমিটার চালিয়ে নিয়ে যান প্রিয়াঙ্কা।

advertisement

গোটা ঘটনায় গাড়ির চালক প্রিয়াঙ্কা, স্কুটি চালক দর্শন-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় পৃথক ভাবে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে উল্লালা মেন রোডের কাছে জ্ঞানভারতী থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

advertisement

আরও পড়ুন: কুস্তিগীরদের উপরে যৌন নির্যাতন! এবার তদন্তে পিটি উষার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

কদিন আগেই ৭১ বছরের এক বৃদ্ধকে স্কুটির পিছনে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছিল বেঙ্গালুরুতে। এই নিয়ে এই শহরে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

বর্ষশেষের রাতে দিল্লি সুলতানপুরী এলাকায় বছর পঁচিশের তরুণী অঞ্জলিকে গাড়ির নীচে নিয়ে প্রায় ১২ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় একটি চারচাকা গাড়ি। ভোররাতে উদ্ধার হয় তরুণীর ক্ষতবিক্ষত, নগ্ন দেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রায় ৫ জনকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru: বনেটের উপরে একজনকে নিয়েই ৩ কিলোমিটার ছুটল গাড়ি, বেঙ্গালুরুর হাড়হিম করা ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল