TRENDING:

Ind Pak Reel: ভারত ‘ভাল’ করে তাই দেখুন কেমন সুন্দর হয়েছে, আর পাকিস্তান পাচ্ছে ‘পাপের ফল’, দেখুন ওয়াঘা বর্ডারে এ কী হাল

Last Updated:

Viral Reel: ভারতীয়রা বেজায় খুশ, চটে লাল পাকিস্তানিরা বলছে ভারতের কারণেই ডুবছে পাকিস্তান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একেই বলে ‘যেমন কর্ম তেমন ফল’ অন্তত এভাবেই কটাক্ষ করছেন ভারতীয় নেটিজেনরা৷ ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্তে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷  পাকিস্তানের সীমান্তের দিকে ওয়াঘা বর্ডারে পাকিস্তানের দিকে প্লাবিত হয়ে গেছে৷  কয়েনের দু’পিঠ যেরকম দুরকম হয়, সেরকমই হয়ে গেছে ভারত-পাকিস্তান সীমান্তে। ওয়াঘা সীমান্তের পাশে হাঁটু জলে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি রেঞ্জারদের একটি ভিডিও তখন থেকেই ভাইরাল হয়েছে।
ভারত পাকিস্তান সীমান্তে ভাইরাল রিল - Photo- X Account Video Grab
ভারত পাকিস্তান সীমান্তে ভাইরাল রিল - Photo- X Account Video Grab
advertisement

কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিপাতের পর পাকিস্তান ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে। ওয়াঘা জয়েন্ট চেকপোস্টে, প্রতিদিনের পতাকা তোলা ও নামানো অনুষ্ঠানের জন্য ব্যবহৃত প্যারেড এলাকার পাকিস্তানি অংশটি কাদা জলে পুরো ডুবে গেছে৷ বন্যা নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি স্থানে বালির বস্তা স্তূপ করে রাখা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সীমান্ত গেটের কাছে সামান্য জলরাশি ছাড়া, ভারতের জমির বেশিরভাগ অংশই শুষ্ক।

advertisement

দেখুন ভাইরাল

পাকিস্তান ভারতকে দোষারোপ করেছে

ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর, পাকিস্তান এভাবে জলে ভেসে যাওয়ার জন্য ভারতের উপর দোষ চাপিয়ে বলেছে যে ভারতের দিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উচ্চতা বন্যার কারণ।

advertisement

আরও পড়ুন – Man Used Abusive Word For Modi’s Mother: কেলেঙ্কারির একশেষ! রাহুল আসার আগেই মঞ্চ থেকে মোদির মা-কে নিয়ে কদর্য কথা, কার এত্ত সাহস, জানুন অভিযুক্তের ঠিকুজি-কুলজি

তবে, ভারতে ইতিমধ্যেই বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা রয়েছে এবং জলাবদ্ধতা রোধ করার জন্য যথাযথ নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। সর্বভারতীয়  এক প্রতিবেদন অনুসারে, পাকিস্তান জিটি রোডের উচ্চতা বৃদ্ধির বিষয়টি ভারতীয় কর্মকর্তাদের কাছে উত্থাপন করেছে।

advertisement

কর্তারপুর করিডোরে বন্যা

রাভি নদীর বন্যার জল পাকিস্তানের নারোয়াল জেলার কর্তারপুর করিডোরে অবস্থিত গুরুদ্বার দরবার সাহেবের প্রাঙ্গণে প্রবেশ করেছে। এই পবিত্র স্থানে পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব অবস্থিত।

দিল্লি সরকারের মন্ত্রী মনজিন্দর সিং সিরসা নিশ্চিত করেছেন যে শ্রী গুরু গ্রন্থ সাহেবের “সরূপ” নিরাপদ, তিনি আরও যোগ করেছেন যে গুরুদ্বার থেকে আটজনকে উদ্ধার করে নারোওয়ালে পাঠানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা তীর্থযাত্রী, কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য একটি “বড় উদ্ধার অভিযান” শুরু করেছে। নৌকা মোতায়েন করা হয়েছে এবং শত শত মানুষকে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ind Pak Reel: ভারত ‘ভাল’ করে তাই দেখুন কেমন সুন্দর হয়েছে, আর পাকিস্তান পাচ্ছে ‘পাপের ফল’, দেখুন ওয়াঘা বর্ডারে এ কী হাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল