TRENDING:

সংসদে বাজেট অধিবেশনেও ছাত্র আন্দোলনের ধাক্কা

Last Updated:

শুরু হতে না হতেই প্রায় তিনবার স্থগিত হয়ে গেল সংসদ অধিবেশন ৷ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে মোদিকে দেওয়া বিরোধী নেতাদের আশ্বাস সবই গেল উবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  দ্বিতীয় দিন শুরু হতে না হতেই প্রায় তিনবার মুলতুবি হয়ে গেল সংসদ অধিবেশন ৷ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে মোদিকে দেওয়া বিরোধী নেতাদের আশ্বাস সবই গেল উবে ৷ এমনকী, বাজেটের আগে সংসদের প্রথম অধিবেশনে মোদি শিবিরও কোনঠাসা হয়ে পড়ল ৷ জল্পনা, কল্পনাকে সঙ্গে নিয়েই অধিবেশনের প্রথম দিনে মোদি সরকারকে অ্যাটাক করতে বিরোধীদের একটাই হাতিয়ার ‘রোহিত ভেমুলা ও কানহাইয়া’ ইস্যু ৷
advertisement

সংসদের অন্দরে অধিবেশনেহর শুরুতেই রোহিত ভেমুলা প্রসঙ্গ তুলে মোদি শিবিরকে টার্গেট করেন বিএসপি নেতা মায়াবতী ৷ রোহিত ভেমুলাকে আত্মহত্যার জন্য মায়াবতী রীতিমতো দায়ী করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ এমনকী, মায়াবতীর নেতৃত্বে বিএসপি নেতারা দুই কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তাত্রেয়া ও স্মৃতি ইরানির পদত্যাগও দাবি করেন ৷ অন্যদিকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সংসদের অন্দরে টেনে নিয়ে আসেন জেএনইউ কাণ্ডকে ৷ ‘রাষ্ট্রদ্রোহিতা’ ও ছাত্রনেতা কানহাইয়ার প্রশ্ন তুলে গুলাম নবি আজাদ এক হাত নিয়ে নেন মোদি শিবিরকে ৷ বিতর্ক তুলতে পিছপা হননি সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও ৷ কানাহাইয়ার ওপর সরকারের দেওয়া ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগকেই জোর গলায় সমালোচনা করেছেন ইয়েচুরি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে বাজেট অধিবেশনেও ছাত্র আন্দোলনের ধাক্কা