বহু বছর ধরে ওড়িশার বাসিন্দা সারদা বাঈ। পুলিশের নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিলের নির্দেশ দেয়। ফলে সারদা বাঈয়ের ভিসাও বাতিল করা হয়েছে।
advertisement
সারদা বাঈয়ের বিয়ে হয় ওড়িশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজার সঙ্গে। তাঁদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ভোটার আইডি কার্ডের মতো নথি থাকা সত্ত্বেও সারদা বাঈ এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। ফলে স্বামী, সন্তান-সহ গোটা পরিবারের সবাইকে ছেড়েই তাঁকে পাকিস্তান ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত। ভারতীয় নাগরিক হিসেবে ভারতে বসবাসের অনুমতি দিতে সরকারের কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন তিনি।
সারদা বাঈ বলেন, “প্রথমে আমি কোরাপুটে থাকতাম, তারপর বোলাঙ্গিরে চলে আসি। পাকিস্তানে আমার কোনও আত্মীয় নেই। আমার পাসপোর্টও অনেক পুরনো। আমি সরকারেরকাছে হাতজোড় করে অনুরোধ করছি দয়া করে আমাকে এখানে থাকতে দিন। আমার দুই প্রাপ্তবয়স্ক সন্তান এবং নাতি-নাতনি রয়েছে। আমি একজন ভারতীয় হিসেবে থাকতে চাই।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার একদিন পর, সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা ঘোষণা করে, যার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।