ঘটনার সূত্রপাত এক ওয়েটারের এঁটো প্লেট বয়ে নিয়ে যাওয়াকে ঘিরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিয়ের আসরে কিছু ব্যবহৃত প্লেট হাতে করে নিয়ে যাচ্ছিলেন ওয়েটার হিসেবে কর্মরত পঙ্কজ। অভিযোগ, সে সময় অসাবধানতায় অতিথিদের গায়ে এঁটো প্লেটের স্পর্শ লেগে যায়। সেখান থেকেই শুরু ঝামেলা।
বিবাহ বাসরে উপস্থিত কিছু অতিথির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পঙ্কজ। গণপ্রহারে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। তাঁর দেহ জঙ্গলে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। নিহত যুবকের মা পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে বিয়েবাড়িতে কাজে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি।
advertisement
আরও পড়ুন : ১৫০ কেজি সোনা, ১৫ একর জমি, BMW যৌতুক না পেয়ে বিয়ের প্রস্তাব নাকচ প্রেমিকের! আত্মঘাতী তরুণী চিকিৎসক
তদন্তকারীরা জানিয়েছেন ময়নাতদন্তে পঙ্কজের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। জনৈক ঠিকাদার মনোজ গুপ্তা মারফত ওই বিয়েবাড়িতে ওয়েটারের কাজ পেয়েছিলেন পঙ্কজ। তদন্তে প্রকাশ, উত্তপ্ত বাকবিতণ্ডার সময় মনোজও মারধর করেন পঙ্কজকে। তাঁর মাথায় গভীর আঘাত লাগে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় মনোজ এবং আরও এক অভিযুক্ত অমিত কুমারকে গ্রেফতার করা হয়েছে।