সূত্র বলছে, ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তোলার পর নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।
advertisement
শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, “ভোটার তালিকাকে স্বচ্ছ করার কথা বলে অসমে ডি-ভোটার ক্যাটাগরি চালু করেছিল। আমাদের বক্তব্য, ভোটার তালিকা স্বচ্ছ করুণ। কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করুন।”
তিনি আরও বলেন, “আমার বিষয়টি তুলেছি। আমরা সব ইন্ডিয়া ব্লকের সদস্যরা সবাই এক জায়গায় রয়েছি। আমরা অপেক্ষা করব না অধিবেশনের জন্য। কংগ্রেস, এসপি, ইউবিটি—সহ সবার সঙ্গে কথা হয়েছে। ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে আগে সিএএ আনা হয়েছিল। সেবার বিজেপির ফল সবার জানা।”
“অমিত শাহ সম্পর্কে— বড় বড় কথা বলতে জিএসটি লাগে না। আতঙ্ক ছড়ানো হল ওঁদের স্ট্র্যাটেজি। ওরা সব রকম চেষ্টা করতে পারে, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে গত ১১টা বাইপোলে যে ওঁরা কাকে বিশ্বাস করেন।”