TRENDING:

Voter List: 'ঘুরিয়ে আসছে NRC...', পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট! ভোটার তালিকা সংশোধন নিয়ে ঝাঁঝালো আক্রমণ!

Last Updated:

Voter List: ২১শে জুলাই সংসদের অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে পারে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই একই অবস্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসকে জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক শরিক। বাদল অধিবেশন শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট শরিকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ২১শে জুলাই সংসদের অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে পথে নামতে পারে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই একই অবস্থানে থাকার কথা তৃণমূল কংগ্রেসকে জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক শরিক। বাদল অধিবেশন শুরুর আগেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা করছে ইন্ডিয়া জোট শরিকেরা।
পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট
পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট
advertisement

সূত্র বলছে, ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তোলার পর নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।

আরও পড়ুন: ফুঁসছে নতুন অশনি…! ৪৮ ঘণ্টায় ২০ রাজ্য কাঁপাবে ভারী বৃষ্টি! ‘স্ট্রং সারফেস উইন্ড’ হুঁশিয়ারি ১২ রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, “ভোটার তালিকাকে স্বচ্ছ করার কথা বলে অসমে ডি-ভোটার ক‍্যাটাগরি চালু করেছিল। আমাদের বক্তব‍্য, ভোটার তালিকা স্বচ্ছ করুণ। কিন্তু নোংরা রাজনীতি বন্ধ করুন।”

আরও পড়ুন: ট্রেনের প্যান্ট্রি কারে চলছিল বড় ‘খেলা’…! RPF তল্লাশি চালাতেই যা দেখা গেল, ‘আপনারা কারা?’ উত্তর শুনেই পায়ের তলা থেকে সরল মাটি!

advertisement

তিনি আরও বলেন, “আমার বিষয়টি তুলেছি। আমরা সব ইন্ডিয়া ব্লকের সদস‍্যরা সবাই এক জায়গায় রয়েছি। আমরা অপেক্ষা করব না অধিবেশনের জন‍্য। কংগ্রেস, এসপি, ইউবিটি—সহ সবার সঙ্গে কথা হয়েছে। ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে আগে সিএএ আনা হয়েছিল। সেবার বিজেপির ফল সবার জানা।”

আরও পড়ুন: হঠাৎ হিসহিস শব্দ…, ফ্রিজের নীচে ৬ ফুট লম্বা ‘কেউটে’ সাপ! দেখতেই যা করলেন এই যুবক, নিমেষে সবার চক্ষুচড়কগাছ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

“অমিত শাহ সম্পর্কে— বড় বড় কথা বলতে জিএসটি লাগে না। আতঙ্ক ছড়ানো হল ওঁদের স্ট্র্যাটেজি। ওরা সব রকম চেষ্টা করতে পারে, কিন্তু বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে গত ১১টা বাইপোলে যে ওঁরা কাকে বিশ্বাস করেন।”

বাংলা খবর/ খবর/দেশ/
Voter List: 'ঘুরিয়ে আসছে NRC...', পথে নামতে তৈরি ইন্ডিয়া জোট! ভোটার তালিকা সংশোধন নিয়ে ঝাঁঝালো আক্রমণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল