নির্বাচন কমিশনের (Election Commission of India) সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গোটা কর্মকাণ্ডের প্ল্যান একেবারে তৈরি করে ফেলা হয়েছে ৷ নির্বাচন কমিশন থেকে অনুমতি পেলেই ভোটারা এই সুবিধা পেয়ে যাবেন ৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন ভোটাররা প্রথম থেকেই এই সুবিধা নিতে পারেন ৷ আর পুরনো ভোটারদের এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে ৷ আর তার জন্য ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ ৷
advertisement
জানা গিয়েছে, নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের পরে, আবেদনকারী এটি ডিজিটাল ফরম্যাটে পাবেন ৷ যেক্ষেত্রে ব্যবহার হবে আবেদনকারীর রেজিস্ট্রার হওয়া মোবাইল নম্বর।
এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বা EPIC-এ দুটো ভিন্ন QR কোড থাকবে ৷ একটি QR কোডে থাকবে ভোটারের নাম ও আরেকটি QR কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য ৷
নির্বাচন কমিশনের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে সমস্ত কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে ৷ ৷ শুধু দেশের ভোটাররা নয়, কর্মসূত্রে বিদেশে থাকা, এদেশের নাগরিকরাও এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ৷