TRENDING:

গুজরাতে সরকার গড়লেও ২০১৪ লোকসভা ভোটের নিরিখে ১০ শতাংশ ভোট কমল বিজেপি-র

Last Updated:

টানটান লড়াইয়ের পর, শেষমেশ গুজরাতে পদ্ম ফুটলেও, কাঁটা ছড়াল কংগ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: টানটান লড়াইয়ের পর, শেষমেশ গুজরাতে পদ্ম ফুটলেও, কাঁটা ছড়াল কংগ্রেস। ম্যাজিক ফিগার থেকে মাত্র ১২ আসন দূরে থামল কংগ্রেস। গ্রামীণ গুজরাতে বিপুল জয়ও পেল তারা। পাতিদার প্রভাবিত কেন্দ্রগুলিতেও গেরুয়াশিবিরের সঙ্গে সমানে টক্কর দিয়েছে কংগ্রেস। ২০১৯ এর লোকসভায় লড়াইটা যে সহজ হবে না তারও ইঙ্গিত দিয়ে রাখলেন রাহুল গান্ধি। গুজরাতে আসন কমলেও শতাংশের হারে ভোট বেড়েছে বিজেপি-র ৷ লোকসভার (৫৯.১ শতাংশ ) নিরিখে যদিও ১০ শতাংশ ভোট কমেছে গেরুয়া শিবিরের ৷
advertisement

২০১২ সালের বিধানসভা নির্বাচনে ১১৫ আসনে থেমেছিল বিজেপি। দলবদলের জেরে শেষপর্যন্ত তাদের আসন সংখ্যা পৌঁছয় ১২১-এ। এবার উলটপুরাণ। মোদির রাজ্যেই একশোই ছুঁতে পারল না বিজেপি। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর, গুজরাতে প্রথম বিধানসভা নির্বাচনে বিজেপি থামল ৯৯-এ। কংগ্রেসের ঝুলিতে এল ৮০টি আসন। গুজরাতে বিজেপি-র মোট প্রাপ্ত ভোট ৪৯.১ শতাংশ ( ১৪৬ লক্ষ) ৷ অন্যদিকে কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট ৪১.৪১ শতাংশ ( ১২৪ লক্ষ ) ৷ এই হিসেবেই স্পষ্ট, এবারের নির্বাচনে কতটা হাড্ডাহাড্ডির লড়াই দিয়েছে কংগ্রেস ৷  ২০১২-র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৮.৩০ শতাংশ ৷ সেদিক থেকে দেখতে গেলে সামান্য হলেও এবার মোট প্রাপ্ত ভোট বেড়েছে বিজেপি-র (৪৯.১ শতাংশ ) ৷ কংগ্রেস (৪১.৪ শতাংশ) দ্বিতীয় এবং নির্দল পেয়েছে ৪.৩ শতাংশ ভোট ৷ এরপর চতুর্থ স্থানে রয়েছে NOTA ৷ ১.৮ শতাংশ গুজরাতের ভোটার এবছর NOTA-তে বোতাম টিপেছেন ৷

advertisement

গুজরাত নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষায় এগিয়ে ছিল বিজেপি। সোমবার ফল প্রকাশ শুরু হতেই টানটান লড়াই দেখল গুজরাত। ভোটের ফলে উৎসাহী রাহুল গান্ধি গেরুয়াশিবিরকে ইঙ্গিতবাহী বার্তাও দিয়ে রাখলেন। টুইটে গুজরাতবাসী ও দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছাবার্তা কংগ্রেস সভাপতির।

কোন অঙ্কে গুজরাতে কংগ্রেসের বেশি আসন ?

- পটেল, পতিদার, আদিবাসী ও দলিতদের এক সুতোয় গাঁথার কাজ অনেকটা করেছিলেন রাহুল

advertisement

- একমঞ্চে আনতে পেরেছিলেন হার্দিক পটেল, জিগনেশ মেবানি ও অল্পেশ ঠাকরদের

- তার জেরেই পতিদার প্রভাবিত ভারাচা, কামরেজ, ভিরামগাম, উঞ্ঝা, আমরেলি, ধোরাজির মতো আসনে ভাল ফল মিলেছে

- সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় ৫৪-র মধ্যে ৩০ আসন পেয়েছে বিজেপি

- উত্তর গুজরাতে ৩২-র মধ্যে ১৭ আসন কংগ্রেসের

advertisement

- গ্রামীণ গুজরাতের উন্নয়ন নিয়ে রাহুলের টার্গেট ছিল মোদির ‘গুজরাত মডেল’

- গ্রামীণ গুজরাতের ১২৭ আসনের মধ্যে ৫৬ বিধানসভাই কংগ্রেসের দখলে

- শহর গুজরাতেও তুলনামূলক ভাবে ভাল ফল করেছে কংগ্রেস

- ৫৫ আসনের মধ্যে ১২ বিধানসভা কংগ্রেসের দখলে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুজরাতে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির প্রথম সারির প্রায় সব নেতা। ছিলেন আট রাজ্যের মুখ্যমন্ত্রীও। গত ২২ বছরে এমন খারাপ ফল দেখেনি গেরুয়াশিবির। উন্নয়ন, জাতপাতের রাজনীতি-সহ একাধিক বিষয়ে বিজেপির বিরুদ্ধেই গেছে জনমত। যার ফসল ঘরে তুলল কংগ্রেস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে সরকার গড়লেও ২০১৪ লোকসভা ভোটের নিরিখে ১০ শতাংশ ভোট কমল বিজেপি-র