নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার আরও একবার তাঁর ভারত সফরের কথা স্মরণ করে ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রশংসা করেছেন। ভারতের প্রাণবন্ত সংস্কৃতি আর শক্তিশালী ঐক্যের কথা তুলে ধরেছেন তিনি। যদিও সেই সঙ্গে তিনি এমনও লিখেছেন, ভারতের সবাই হিন্দি বলেন না।
advertisement
পুতিন বলেছেন, “আমি কয়েক দিন আগে ভারতে ছিলাম। প্রায় ১.৫ বিলিয়ন মানুষ সেখানে থাকেন আর সবাই হিন্দি বলেন না। হয়ত ৫০০–৬০০ মিলিয়ন বলেন, আর বাকিরা অন্য ভাষায় কথা বলেন। অনেক সময়, তারা একে অপরকে বুঝতে পারেন না।” তিনি আরও বলেছেন, বৈচিত্রের মধ্যে ঐক্য এমন একটা নীতি, যেটা দুই দেশকেই রক্ষা করতে হবে।
পুতিনের এই মন্তব্য ভারতে তাঁর গুরুত্বপূর্ণ সফরের পরই এল, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নানা বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি দুই দিনের জন্য ভারত সফর করেছেন আর ভারত-রাশিয়া বন্ধুত্বের শক্তিশালী বার্তা দিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। পুতিনের এই সফর এমন সময়ে হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রাশিয়ার তেল কেনার জন্য ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। এই সফর দেখিয়েছে, কয়েক দশক ধরে গড়ে ওঠা আর ইতিহাসে পরীক্ষিত বন্ধুত্ব কতটা গভীর।
প্রধানমন্ত্রী নিজে পালাম বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন। সঙ্গে ছিল সম্পূর্ণ আনুষ্ঠানিক গার্ড অফ অনার আর লাল গালিচা সংবর্ধনা। আলোচনায় ছিল প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ আর চলমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। এই সফরকে দেখা হয়েছে, যখন বিশ্ব রাজনীতিতে পরিবর্তন হচ্ছে, তখন ভারত-রাশিয়া দীর্ঘদিনের অংশীদারিত্বের পুনরায় নিশ্চয়তা হিসেবে।
