advertisement
১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ভোপালের গ্যাস দুর্ঘটনা কেড়ে নিয়েছিল বহু প্রাণ ৷ পরবর্তী সময়ে বিষাক্ত গ্যাসের কারণে পঙ্গু হয়েছিলেন অনেকেই ৷ তিন দশক পার করে সেই ভয়াবহ স্মৃতি এবার ফিরে এল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৷ বৃহস্পতিবার ভোররাতে ‘এলজি পলিমার্স ইন্ডিয়া’-র কারখানা থেকে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে ৷ দুর্ঘটনায় মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ কেমিক্যাল প্লান্টে আধিকারিকরা জানিয়েছেন, বিশাখাপত্তনমে ওই বহুজাতিক প্রতিষ্ঠানে একধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে ৷ আর সেটি কোনওভাবেই বাইরের বাতাসে মিশে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে ৷ এলাকায় বহু মানুষ ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ৷ হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০-র বেশি মানুষ ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 10:21 AM IST