খাদ্যদ্রব্য, ওষুধ, আর্থিক অনুদান সবকিছুই করছেন তাঁরা ৷ অমিতাভ বচ্চন কাপড়-জামা জুতোর পাশাপাশি দিয়েছেন ৫১ লক্ষ টাকা ৷ বিরাট ও অনুষ্কা পাঠিয়েছেন খাবার ও ওষুধপত্র ৷ রণদীপ হুডা খালসা ত্রাণদলে যোগ দিয়েছেন ৷ সেখানে তিনি বন্যাদুর্গতদের জন্য খাবার তৈরি করছেন ৷
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রসুল পুকোট্টি-র সঙ্গে কথা বলে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা দিয়েছেন ৷ সূত্রের খবর নিজের ৬ কার্টন জামা দিয়েছেন বিগ বি ৷ তার মধ্যে ৮০ টি জ্যাকেট, ২৫ টি প্যান্ট, ২০ টি শার্ট ও স্ক্রার্ফ রয়েছে ৷ তাছাড়াও ৪০ টি জুতো দিয়েছেন তিনি ৷
advertisement
আরও পড়ুন - Asian Games 2018 : ভারতের ঝোলায় ফের সোনা, এল দু‘টি ব্রোঞ্জও
বিরাট-অনুষ্কা ট্রাক ভর্তি করে খাবার ও ওষুধ পাঠিয়েছেন ৷ পাশাপাশি বন্যায় কঠিন অবস্থার মধ্যে বেঁচে থাকা পশুদের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা ৷
স্থানীয় NGO-দের সঙ্গে কথা বলে তাঁরা পশু চিকৎসকদের ৮ জনের দল পাঠিয়েছেন যাতে দ্রুত সেই পশুগুলিকে রিহ্যাব দেওয়া যায় ৷
রণদীপ হুডা আবার গ্রাউন্ড জিরোয় গিয়ে কাজ করছেন ৷