এই উড়ন্ত সাপের ভাইরাল ভিডিও দেখা গেছে সেই সাপটি নাকি জালালাবাদের- ফাজিলকা-র৷
ফুটেজ অনুসারে সাপটি এমনভাবে উড়ছিল তা দেখে মানুষের মধ্যে আতঙ্কের প্রবাহ বয়ে যায়৷ একটি সেলুনে কর্মরত ব্যক্তি এভাবে উড়ন্ত সাপ দেখে সকলকে খবর দেন৷
সাপটি রাস্তা দিয়ে যাচ্ছিল এবং কোনও উঁচু জায়গা থেকে লাফানোর সময় শরীর হাওয়ায় ভাসিয়ে রাখছিল৷ আকাশে উড়ন্ত সাপটি দেখে মনে হচ্ছিল একটি সরু লিকলিকে রিবন ৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
ফ্লাইং স্নেক অত্যন্ত আতঙ্কের এক জিনিস৷ ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷ সাপটি উড়লেও একটা নিশ্চিন্ত বিষয় যে এই সাপ বিষহীণ হয়৷ সবচেয়ে ছোট এই সাপগুলি ২ ফিট পর্যন্ত হয়৷ তবে উড়ন্ত সাপ কি সত্যিই আসলে ওড়ে?
এরা কিন্তু আসলে উড়তে পারে না, তারা আকাশে গ্লাইড করে অনেকটা দূর শরীর ছুঁড়ে দিতে পারে৷ একে এক বার গ্লাইড করে ১০০ মিটার পর্যন্ত শরীর ছুঁড়ে দিতে পারে৷ তারা নিজেদের ভেন্ট্রাল স্কেলকে টেনে শরীরকে কনকেভ শেপে পরিণত করে, তারপর প্যারাশ্যুটের মতো সেটিকে উড়িয়ে দেয়৷
ভারতীয় ফ্লাইং সাপের একটি বিশেষ প্যাটার্নের হয়৷ অনেক ক্ষেত্রেই কালো ও সবুজ রঙের হয় এবং অরেঞ্জ স্পট থাকে৷
এই সাপ একসঙ্গে ১২ টি ডিম পাড়তে পারে৷ এরা গাছের ফাঁকে কিম্বা গর্তে প্রবেশ করে যায়৷ এটি পশ্চিমঘাটে , কিছুটা অংশে পূর্বঘাটে এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়৷