TRENDING:

Flying Snake: আকাশে ও কী উড়ছে! আতঙ্কের লহর চরমে, উড়ন্ত সাপ দেখে হুঁশ উড়ল সকলের, রইল ভিডিও

Last Updated:

Flying Snake: ফ্লাইং স্নেক অত্যন্ত আতঙ্কের এক জিনিস৷ ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জালালাবাদ: একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাতে কী হচ্ছে দেখলে আতঙ্কে শিউরে উঠতে হবে৷ স আর প এই দুটি অক্ষর পাশে বসে সাপ শব্দটি তৈরি হলেই মানুষ ভয় পেয়ে যায়৷ তারমধ্যে যদি আবার সাপটি ওড়ে তাহলে তো আর কথাই নেই৷ ভাববেন না যে এই উড়ন্ত সাপ শুধুমাত্র বনবাদাড়ে পাওয়া যায়৷ সম্প্রতি এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এসেছে যেখানে পাকা বাড়ি এবং চওড়া পিচ বাঁধানো রাস্তা এলাকাতেই দেখা গেল উড়ন্ত সাপ৷
ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
advertisement

এই উড়ন্ত সাপের ভাইরাল ভিডিও দেখা গেছে সেই সাপটি নাকি জালালাবাদের- ফাজিলকা-র৷

ফুটেজ অনুসারে সাপটি এমনভাবে উড়ছিল তা দেখে মানুষের মধ্যে আতঙ্কের প্রবাহ বয়ে যায়৷ একটি সেলুনে কর্মরত ব্যক্তি এভাবে উড়ন্ত সাপ দেখে সকলকে খবর দেন৷

সাপটি রাস্তা দিয়ে যাচ্ছিল এবং কোনও উঁচু জায়গা থেকে লাফানোর সময় শরীর হাওয়ায় ভাসিয়ে রাখছিল৷ আকাশে উড়ন্ত সাপটি দেখে মনে হচ্ছিল একটি সরু লিকলিকে রিবন ৷

advertisement

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

ফ্লাইং স্নেক অত্যন্ত আতঙ্কের এক জিনিস৷ ফ্লাইং স্নেককে Chrysopelea বলে৷ সাপটি উড়লেও একটা নিশ্চিন্ত বিষয় যে এই সাপ বিষহীণ হয়৷ সবচেয়ে ছোট এই সাপগুলি ২ ফিট পর্যন্ত হয়৷  তবে উড়ন্ত সাপ কি সত্যিই আসলে ওড়ে?

advertisement

আরও পড়ুন – KKR New Captain: না নিলাম থেকে অধিনায়ক তুলবে না কেকেআর, ঘরের ছেলেকেই অধিনায়ক ভেবে ব্লু প্রিন্ট সাজাচ্ছে, নাম চমকে দেবে

এরা কিন্তু আসলে উড়তে পারে না, তারা আকাশে গ্লাইড করে অনেকটা দূর শরীর ছুঁড়ে দিতে পারে৷ একে এক বার গ্লাইড করে ১০০ মিটার পর্যন্ত শরীর ছুঁড়ে দিতে পারে৷ তারা নিজেদের ভেন্ট্রাল স্কেলকে টেনে শরীরকে কনকেভ শেপে পরিণত করে, তারপর প্যারাশ্যুটের মতো সেটিকে উড়িয়ে দেয়৷

advertisement

ভারতীয় ফ্লাইং সাপের একটি বিশেষ প্যাটার্নের হয়৷ অনেক ক্ষেত্রেই কালো ও সবুজ রঙের হয় এবং অরেঞ্জ স্পট থাকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

এই সাপ একসঙ্গে ১২ টি ডিম পাড়তে পারে৷ এরা গাছের ফাঁকে কিম্বা গর্তে প্রবেশ করে যায়৷ এটি পশ্চিমঘাটে , কিছুটা অংশে পূর্বঘাটে এবং উত্তর পূর্ব ভারতে দেখা যায়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Flying Snake: আকাশে ও কী উড়ছে! আতঙ্কের লহর চরমে, উড়ন্ত সাপ দেখে হুঁশ উড়ল সকলের, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল