পেনসিল, নিব পেনে লেখা ছেড়ে মানুষ মেতে ওঠে বলপেনে। আগে থেকেই শিসের মধ্যে ভরা থাকে কালো। পেনের মুখে একটা ছোট্ট বল থাকে। লেখার সময় নিজে নিজেই সে ঘুরে যায়, বোঝাও যায় না। চট জলদি হয়ে যায় লেখার কাজ। বল পেন আসার পর থেকে মানুষ শুধু এই পেনেই লেখে বেশি। তবে এবার বল পেনের ইতিহাসে তৈরি হল নতুন রেকর্ড। হায়দরাবাদের এক ব্যক্তি এমন এক বল পেন বানালেন যা চমকে দেবে।
advertisement
হায়দরাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিভাসা এমন এক বল পেন বানালেন যা দেখলে অবাক হবেন। এই বল পেনের ওজন ৩৭ কেজি। ২০১১ সাল থেকেই বল পেন নিয়ে নানা পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছেন শ্রীনিভাসা এবং তাঁর টিম। অবশেষে বল পেন বানিয়ে গিনিস ওয়ার্ল্ড রের্কডে নাম উঠল তাঁর। এই ভিডিও শেয়ার করা হয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পেজ থেকেই। তবে এ শুধু দেখার জন্য নয়। এই পেন দিয়ে লেখাও যাবে। তবে একা হাতে তোলা যাবে না এই পেন। তার জন্য দরকার সাত থেকে আট জন। সকলে মিলে কাঁধে তুলে নিলেন ৩৭ কেজির পেন। তারপর হল লেখা। এই ভিডিও এখন ভাইরাল।