সম্প্রতি এই কোবরা ভয়াবহ কাণ্ড ঘটাল। কর্ণাটকে একটি বাস রোজকার মতোই যাত্রা শুরু করে। তাতে যাত্রীরা উঠে অনেক দূর চলেও যান। মজার কথা হল, যাত্রীদের সঙ্গে সঙ্গে এক কোবরা বাবাজিও উঠে পড়ে এই বাসে। এর পর ঘাপটি মেরে সে বসে থাকে এক কোণে। কিন্তু মানুষের চোখ এড়িয়ে যাবে? একি হয়! তাই যা হওয়ার তাই হল।
advertisement
এক যাত্রী দেখে ফেলেন কোবরাটিকে। সঙ্গে সঙ্গে বাসে হুড়োহুড়ি পড়ে যায়। ছোবলে ছবি হওয়ার ভয়ে সকলে এদিক ওদিক করতে থাকেন। এতে আরও ভয় পেয়ে কোবরা ছুটোছুটি শুরু করে। অবশেষে বাস থামানো হয়। যাত্রীরা লাফিয়ে নেমে পড়েন। কিন্তু কোবরা ফের ঘাপটি মেরে বসে থাকে। এর পর সাপ ধরার টিমকে খবর দেওয়া হয়। বন দফতর থেকে কর্মীরা এসে উদ্ধার করে সেই কোবরাকে। এর পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সাপটিকে। না সে কাউকে ছবি করেনি। উল্টে নিজেই ভয়ে আধ-মরা হয়েছিল। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়!