অনন্তনাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথম এই ভিডিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে৷ ভিডিওতে দেখা যায় অপারেশন থিয়েটারের সব জিনিসপত্র আচমকাই কাঁপতে শুরু করল৷ তার পর বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার হয়ে গেল ঘর৷ কিন্তু ডাক্তাররা তখনও কর্তব্যে অবিচল৷ তাঁরা একটি মনিটরের স্ক্রিন থেকে আসা আলোয় কাজ করে যেতে থাকেন৷ ট্যুইটারের শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয় অনন্তনাগের সাব ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রবল ভূমিকম্পের মধ্যেই সি সেকশন অস্ত্রোপচার করা হয়৷
advertisement
আরও পড়ুন : এ বছর পয়লা বৈশাখ কবে, কোন নতুন বঙ্গাব্দে পা দেব আমরা, জানুন তারিখ ও বার
মঙ্গলবার রাত ১১ নাগাদ ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে শুরু হওয়ার সময় সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়৷ এখনও পর্যন্ত ভিউজ ছাপিয়ে গিয়েছে ২৫ হাজার৷ কর্তব্যরত ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা৷ চরম বিপদের মুহূর্তেও ঠান্ডা মাথায় নিজের কর্তব্য করে যাওয়ায় তাঁদের সাধুবাদ জানানো হয়েছে৷