TRENDING:

Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে এল গণ্ডার! তাড়া করে শেষ করে দিল বাইকারকে! করুণ দৃশ্য ভাইরাল

Last Updated:

অসমের এক বাইকারকে তাড়া করে হত্যা করল গণ্ডার আর সেই দৃশ্য ধরা রইল ক্যামেরায়। রবিবার, অসমের মরিগাঁও জেলার পবিতোরা অভয়ারণ্যের বুকে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসমের এক বাইকারকে তাড়া করে হত্যা করল গণ্ডার আর সেই দৃশ্য ধরা রইল ক্যামেরায়। রবিবার, অসমের মরিগাঁও জেলার পবিতোরা অভয়ারণ্যের বুকে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মৃত বছর ৩৭-এর সাদ্দাম হুসেন কামরূপ মেট্রোপলিটন জেলার বাসিন্দা ছিলেন। ওইদিন তিনি নিজের বাইকে চেপেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই হঠাৎ অভয়ারণ্য থেকে গণ্ডার বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার এক্স প্ল্যাটফর্মে ওই ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়ে উঠেছে।

আরও পড়ুন: ‘প্রভাবশালী’ সওয়াল আরজি কর মামলায়! রিপোর্ট দিন কারা কারা : প্রধান বিচারপতি

advertisement

সেখানে দেখা যাচ্ছে, বাইক ফেলে যুবকটি পড়িমরি করে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটছেন। পিছনে গণ্ডারটিও তাঁর পিছু পিছু ছুটে আসছে।

স্থানীয় বাসিন্দারা চিৎকার করে বন্য পশুটিকে সরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ততক্ষণে, প্রায় ২ হাজার ৮০০ কেজি ওজনের ওই গণ্ডার, ক্ষতবিক্ষত করে দিয়েছে সাদ্দামকে। কিছু দুরেই সাদ্দামের নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় প্রবল আঘাতের চিহ্ন ছিল।

advertisement

এই প্রসঙ্গে এক বনাধিকারিক জানান, “গণ্ডারটি অভয়ারণ্য থেকে হঠাৎই বেরিয়ে এসে আক্রমণ চালায়। এই ঘটনা কেন হল সে বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি।”

আরও পড়ুন: রাফাল জেটের চূড়ান্ত দাম জানাল ফ্রান্স, অজিত ডোভালের প্যারিস সফরেই কি সিদ্ধান্ত?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অসমের রাজধানী গুয়াহাটির কাছেই অবস্থিত এই পোবিতোরা অভয়ারণ্য। এখানেই ভারতের মধ্যে সবথেকে বেশি এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায়। বিশ্বের ৮০% এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে।

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে এল গণ্ডার! তাড়া করে শেষ করে দিল বাইকারকে! করুণ দৃশ্য ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল