TRENDING:

Viral Video: 'মদ দিবি কি না?', বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড

Last Updated:

Viral Video: অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: বারে ঢুকে ডিস্ক জকিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে সময় পেরিয়ে যাওয়ার পর মদ দিতে রাজি হননি ওই জকি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক্সট্রিম স্পোর্টস বারে মদ না পেয়ে গুলি চলে। মৃতের নাম সন্দীপ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ক্যামেরায় দেখা গিয়েছে এক ব্যক্তি হাফ প্যান্ট পরে বারে ঢুকেছেন। টি-শার্ট দিয়ে মুখটা ঢেকে বাঁধা রয়েছে। হাতে বন্দুক তাক করে রয়েছেন ওই ডিজের দিকে। সাদা টি-শার্ট ও প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন ওই ডিজে।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

পুলিশের দাবি, ওই বার বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে অভিযুক্ত চারজন পৌঁছেছিলেন। সেখানে গিয়ে মদ খেতে চায় তারা। কিন্তু বার বন্ধ হয়ে যাওয়ায় মদ দিতে রাজি হননি বারের কর্মী। তখনই কর্মীর সঙ্গে অশান্তি শুরু হয় ওই চার অভিযুক্তর। তাদের একজনের কাছে বন্দুক ছিল। উপস্থিত ডিজের বুকের উপর বন্দুক ঠেকিয়ে গুলি করে সে।

advertisement

আরও পড়ুন: বিরিয়ানি তো খান, কাচ্চি-পাক্কি-দম পুখত বিরিয়ানির পার্থক্য কি জানেন? কোনটা কেন জনপ্রিয় জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

গুলি চালিয়েই ওই চার অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত ওই কর্মীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাঁচির পুলিশ সুপার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সোমবার সকালে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। বার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: 'মদ দিবি কি না?', বারে ঢুকে বুকে বন্দুক ঠেকিয়ে প্রশ্ন! তারপর শুধু রক্তের বন্যা, মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল