স্কুটার রাস্তায় চলাকালীন এ ভাবে বসে একে অপরকে চুমুও খাচ্ছিলেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। এই ভিডিও দেখেই তাজ্জব নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়তে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটে এই কাণ্ড।
আরও পড়ুন: দিনের বেলা এ কী কাণ্ড দিঘার কাছে! বন্দুক-ছুরি হাতে ওরা কারা? নিমেষেই সব সাফ
আরও পড়ুন: আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি
মোটর ভেহিকল অ্যাক্টে ওই জুটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একে 'অশোভনীয় কাজ' বলে উল্লেখ করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ওই স্কুটারে দু'জন তরুণী ছিলেন। সহকারী ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ শ্রীবাস্তব বলেছেন, 'ভিডিওটি প্রাথমিক ভাবে দেখে যেমন একটি ছেলে ও মেয়ে মনে হচ্ছে, আদতে তা নয়। স্কুটারে দুই তরুণী ছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে'।