TRENDING:

Viral Video: চলন্ত স্কুটিতে প্রেমিককে জড়িয়ে দেদার চুমু তরুণীর! যোগীরাজ্যে ভাইরাল ভিডিও, সকলে তাজ্জব

Last Updated:

Viral Video: তরুণীটি তরুণের মুখোমুখি বসেছেন, উল্টো হয়ে। রাস্তা দিয়ে এ ভাবেই স্কুটারটি চালিয়ে যাচ্ছেন ওই তরুণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না রোজ ভাইরাল হয়। তেমনই ফের একটি ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। স্কুটারে এক তরুণ ও এক তরুণী একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন। তরুণীটি তরুণের মুখোমুখি বসেছেন, উল্টো হয়ে। রাস্তা দিয়ে এ ভাবেই স্কুটারটি চালিয়ে যাচ্ছেন ওই তরুণ।
এই ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়েছে
এই ভিডিও তুমুল ভাবে ভাইরাল হয়েছে
advertisement

স্কুটার রাস্তায় চলাকালীন এ ভাবে বসে একে অপরকে চুমুও খাচ্ছিলেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। এই ভিডিও দেখেই তাজ্জব নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়তে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় ঘটে এই কাণ্ড।

আরও পড়ুন: দিনের বেলা এ কী কাণ্ড দিঘার কাছে! বন্দুক-ছুরি হাতে ওরা কারা? নিমেষেই সব সাফ

আরও পড়ুন: আর উত্তরবঙ্গ কেন, এবার কলকাতাতেই জলদাপাড়া-ভ্রমণ! কোথায় সে জায়গা? দেখুন ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

মোটর ভেহিকল অ্যাক্টে ওই জুটির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একে 'অশোভনীয় কাজ' বলে উল্লেখ করা হয়েছে। যদিও পুলিশের দাবি, ওই স্কুটারে দু'জন তরুণী ছিলেন। সহকারী ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ শ্রীবাস্তব বলেছেন, 'ভিডিওটি প্রাথমিক ভাবে দেখে যেমন একটি ছেলে ও মেয়ে মনে হচ্ছে, আদতে তা নয়। স্কুটারে দুই তরুণী ছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে'।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: চলন্ত স্কুটিতে প্রেমিককে জড়িয়ে দেদার চুমু তরুণীর! যোগীরাজ্যে ভাইরাল ভিডিও, সকলে তাজ্জব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল