আরও পড়ুন- উঠেছে মাস্কের পাট? ১০ গুণ বেশি সংক্রমণযোগ্য XE Recombinant নিয়ে সাবধান করল হু
বিশ্বের সর্বোচ্চ সেতু হিসাবে উল্লিখিত এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার এবং এটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩০ মিটার উঁচু। কাশ্মীর উপত্যকায় সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০০৪ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল।
এই বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Minister Ashwini Vaishnaw) সেতুটির একটি সুন্দর ছবি ট্যুইট করে ক্যাপশনে লিখেছিলেন: “বিশ্বের সর্বোচ্চ আর্চ চেনাব ব্রিজ মেঘের উপরে।"
আরও পড়ুন- 'মধু কা পাঁচওয়া বাচ্চা': আধার কার্ডে বিচিত্র নামবিভ্রাটের জেরে আটকে স্কুলে ভর্তি
২০২১ সালের মার্চ মাসে, তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল সেতুর খিলানের কাজ শেষ হওয়ার পরে একটি ভিডিও শেয়ার করেছিলেন। একটি ট্যুইট বার্তায় গোয়েল লিখেছিলেন, “ঐতিহাসিক মুহূর্ত! রাতেই চেনাব সেতুর নীচের খিলানটি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এর পরে, প্রকৌশলীরা সবাইকে তাক লাগিয়ে দিয়ে খিলান তৈরির কাজ শেষ করবেন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হতে প্রস্তুত এই ব্রিজ।”
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংও ২০২১ সালের ডিসেম্বরে সেতুটির ছবি শেয়ার করে লিখেছিলেন, “১,৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতুর খিলানের চমত্কার ছবি। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় দ্রুত নির্মাণ হতে চলেছে এই সেতু। সেতুটি নদীর তল স্তর থেকে ৩৫৯ মিটার উঁচু, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে পরিগণিত হবে।”