আরও পড়ুন: গাঁটছড়া বাঁধলেন মালালা ইউসুফজাই, শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া-সহ দেশ-বিদেশের তারকারা!
এই ভাইরাল হওয়া ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, আর পাঁচটা দিনের মতোই ব্যস্ত রাস্তা। তাতে যেমন অন্যান্য গাড়ি, বাইক চলাচল করছে, রয়েছেন পথচলতি মানুষও। আচমকাই পিছন থেকে ধেয়ে আসে একটি লাক্সারি সেডান। গতিবেগ এতই বেশ ছিল যে, সেডানের ধাক্কায় উড়ে যায় বাইক আরোহীরা। সোজা গিয়ে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মেরে ঢুকে যায় গাড়িটি। সেখানেই থেমে যায়। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। ভিডিওর দৃশ্য দেখে চমকে উঠছেন সকলে।
advertisement
আরও পড়ুন: থানার ভিতরে হাত পা বেঁধে মার, হাড় ভাঙল যুবকের, এক্সাইড মোড়ের পর মহেশতলা
এর আগেও এভাবে বিলাসী গাড়ির বেপরোয়া গতিতে দুর্ঘটনার খবর শিরোনামে এসেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এমনকী কলকাতাও একই ঘটনার সাক্ষী থেকেছে সম্প্রতি। এবার ঘটনাস্থল রাজস্থানের যোধপুর। ওই রাস্তাতেই খানিক দূরে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার দৃশ্য রেকর্ড হয়েছে। আর সেই দৃশ্য দেখে হাড়হিম হয়ে যাচ্ছে পুলিশের। যে গতিতে এবং যেভাবে গাড়িটি ব্যস্ত রাস্তায় ছুটে এসে একের পর এক বাইক ও স্কুটার ওড়ায় এবং পথচারীকে পিষে দেয়, তাতে আরও ভয়ংকর ঘটনার আশঙ্কা ছিল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই এই বিপত্তি ঘটে। যানবাহন ভরতি ভিড় রাস্তায় আচমকাই একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় একাধিক বাইকচালককে। ছিটকে পড়েন তাঁরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাথে উঠে পড়ে গাড়িটি। পরপর আট থেকে ১০ জনকে পিষে দেয় ওই গাড়ি। ফুটপাথের দোকানেও ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। ঘটনার খবর পেয়েই আসে পুলিশ। উদ্ধার করে আহতদের। পুলিশ জানিয়েছে, আহতদের যোধপুর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের তিন জন রাস্তার ধারে ঝুপড়িতে থাকতেন এবং চার জন বাইক আরোহী। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম মুকেশ (৩০)। খবর পেয়ে বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি। মৃতের পরিবারকে ২ লক্ষ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।