একজন নেটিজেন (Netizen) কমেন্ট বক্স-এ লেখেন ‘একজন মা নিঃসন্দেহে তার বাচ্চাদের জন্য সেরা শিক্ষক’। আর এই ভিডিওর বার্তাটিরও প্রশংসা করেন একজন। মা সিংহটি কীভাবে জল পরীক্ষা করে দেখে, সেটা নিয়েও মন্তব্য করেন কেউ কেউ। আর একজন মজা করে চতুর্থ বাচ্চাকে "ভবিষ্যতের বনের রাজা" হিসাবে বেছে নিয়েছেন। একজন লিখেছেন যে "সর্বকালের সেরা পথ" সর্বদা একজন "মা" দেখায়।
advertisement
সংখ্যায় হ্রাস পাওয়া একটি বিপন্ন প্রজাতি হল এশিয়াটিক সিংহ। ভারতের গির জাতীয় উদ্যানে (Gir National Park) এদের পাওয়া যায়। গত বছর জুন মাসে শেয়ার করা অন্য একটি পোস্টে সুশান্ত নন্দ এশিয়াটিক সিংহের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে ট্যুইট করেন। "সিংহের গর্জন এখন আরও জোরে শোনা যাচ্ছে," তাঁর ক্যাপশনে লেখা ছিল। পোস্টে আরও দেখানো হয়েছে যে ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ৫২৩টি থেকে বেড়ে এখন ৬৭৪টি হয়েছে, যা প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। তাই ওই ক্যাপশন তিনি ব্যবহার করেন। ২০২০ সালের জুন মাসে গুজরাত সরকার এশিয়াটিক সিংহের গণনা করে। সরকারি ভাবে বলা হয় ২০১৫ সালের পর বিপন্ন এই প্রজাতি সংখ্যায় বৃদ্ধি পেয়েছে।