ভাবছেন তো এ আবার কী! হাতি কী করে ফুচকা খাবে! অবাক লাগলেও এমনটাই হয়েছে অসমের তেজপুরে। যদিও হাতিটি জঙ্গলের নয়। পোষা হাতি। হাতিকে সঙ্গে নিয়ে মাহুত সাফারিতে বেরিয়েছিল। সাফারি থেকে ফেরার সময় রাস্তায় ফুচকা বিক্রি হতে দেখে দাঁড়িয়ে পড়ে হাতি বাবাজি। কিছুতেই তাকে নড়ানো যাচ্ছিল না। কাউকে পাত্তা না দিয়ে সোজা ফুচকা ওয়ালার কাছে গিয়ে শুঁড় পেতে দাঁড়ায় হাতি। ফুচকা খাবে সে।
advertisement
হাতিকে দেখে ভিড় জমে যায় ফুচকা ওয়ালার সামনে। এর পর আলু দিয়ে, জল ভরে একের পর এক ফুচকা দিতে থাকে ফুচকা ওয়ালা। আর মন দিয়ে টপাটপ ফুচকা খেতে থাকে হাতি। খাবার শেষ হলেই শুঁড় এগিয়ে দিচ্ছে সে। এই অবাক দৃশ্য দেখতে ভিড় জমে যায় বহু মানুষের। হাতির ফুচকা খাওয়ার ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মাধ্যমে। এর পর কয়েক মিলিয়ন ভিউ হয় এই ভিডিওর। মুহূর্তে ভাইরাল হয়। হাতি বলে কী সে ফুচকা খেতে পারে না! ভিডিও দেখলে অবাক হবেন।