TRENDING:

Viral Video: এখনও আসেনি অশনি, তার আগে টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড, হু হু করে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও

Last Updated:

হঠাৎ করেই তৈরি হয়ে গেল টর্নেডো, তারপর কী আছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অসমের বারপেটা জেলায় শনিবার কম তীব্রতার টর্নেডো এসেছিল৷ যা দেখে এলাকার মানুষ একেবারে আশ্চর্যচকিত৷ এলাকার বাসিন্দারা সকলেই সেই টর্নেজডো নিজের নিজের স্মার্টফোনের ক্যামেরায় দুর্লভ এই মুহূর্তের ভিডিও পোস্ট করেন৷ এখনও অবধি প্রাণহানি বা সম্পত্তিহানির কোনও ঘটনা ঘটেছে বলে জানা যায়নি৷ ইস্টমোজো-র গুয়াহাটির স্থানীয় বিজ্ঞানকেন্দ্রের মৌসম বিজ্ঞানের উপ মহানির্দেশক সঞ্জয় ও নীল শা বলেছেন, ‘‘শনিবার অসমের বারপেটার চেঙ্গা জেলায় এক কম তীব্রতার টর্নেডো এসেছে৷ কিন্তু এটা সাইক্লোন নয়৷ ’’
advertisement

আধিকারিক আরও জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি নিম্নচাপ ক্ষেত্রে সাইক্লোনে পরিণত হয়েছে৷ এটা সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সেটা ঝাঁপিয়ে পড়বে৷ মৌসম বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তার পাশের দক্ষিণ পূর্ব বাংলার খাঁড়িতে মৌসম প্রণালীর উত্তরপশ্চিমের দিকে এগোন এবং শনিবার তা নিম্নচাপ ছিল৷ রবিবার তা ইতিমধ্যেই সাইক্লোনে পরিণত হয়েছে৷ এবং আগামী সময়ে আরও শক্তিশালী ঝড় হয়ে ঝাঁপাবে৷

advertisement

আরও পড়ুন - Cyclone Asani Update: গিরগিটির মতো রঙ বদলাচ্ছে, ১২৫ কিমি/ঘণ্টা গতিতে হাওয়া, লণ্ডভণ্ড হবে যে পাঁচ রাজ্য

অশনি আসার আগেই টর্নেডোর ভাইরাল ভিডিও (Viral Video)

ওড়িশা  সরকারের অনুযায়ি মৌসম বিভাগের পূর্বানুমান অনুযায়ি এমার্জেন্সি রেসকিউ দল তৈরি রাখা হয়েছে৷ এই এলাকায়এর আগেও তিনটি সাইক্লোন এসেছিল৷ ২০২১ এ ইয়াস, ২০২০ তে আম্ফান, ২০১৯ এ ফনি এসেছিলে৷ ভারতীয় মৌসম বিভাগ রবিবার জানিয়েছে বঙ্গোপসাগরীয় খাঁড়িতে গভীর নিম্নচাপক্ষেত্র সাইক্লোন অশনিতে রূপান্তরিত হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় এটি আরও মারাত্মক শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷ আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ি এই সাইক্লোন রবিবার সন্ধ্যা থেকেই নিজের প্রভাব দেখানো শুরু করবে৷ এটা উত্তর পশ্চিম দিকে এগোবে৷ আর তারই ২৪ ঘণ্টার পূর্ব ও মধ্য ভীষণ শক্তিশালী সাইক্লোনে বদলাতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সাইক্লোন অশনি উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগোতে শুরু করে দিয়েছে৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব দিকে ৯৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: এখনও আসেনি অশনি, তার আগে টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড, হু হু করে ছড়াচ্ছে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল