আধিকারিক আরও জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগরের ওপর তৈরি নিম্নচাপ ক্ষেত্রে সাইক্লোনে পরিণত হয়েছে৷ এটা সোমবার থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় সেটা ঝাঁপিয়ে পড়বে৷ মৌসম বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও তার পাশের দক্ষিণ পূর্ব বাংলার খাঁড়িতে মৌসম প্রণালীর উত্তরপশ্চিমের দিকে এগোন এবং শনিবার তা নিম্নচাপ ছিল৷ রবিবার তা ইতিমধ্যেই সাইক্লোনে পরিণত হয়েছে৷ এবং আগামী সময়ে আরও শক্তিশালী ঝড় হয়ে ঝাঁপাবে৷
advertisement
আরও পড়ুন - Cyclone Asani Update: গিরগিটির মতো রঙ বদলাচ্ছে, ১২৫ কিমি/ঘণ্টা গতিতে হাওয়া, লণ্ডভণ্ড হবে যে পাঁচ রাজ্য
অশনি আসার আগেই টর্নেডোর ভাইরাল ভিডিও (Viral Video)
ওড়িশা সরকারের অনুযায়ি মৌসম বিভাগের পূর্বানুমান অনুযায়ি এমার্জেন্সি রেসকিউ দল তৈরি রাখা হয়েছে৷ এই এলাকায়এর আগেও তিনটি সাইক্লোন এসেছিল৷ ২০২১ এ ইয়াস, ২০২০ তে আম্ফান, ২০১৯ এ ফনি এসেছিলে৷ ভারতীয় মৌসম বিভাগ রবিবার জানিয়েছে বঙ্গোপসাগরীয় খাঁড়িতে গভীর নিম্নচাপক্ষেত্র সাইক্লোন অশনিতে রূপান্তরিত হয়েছে৷ আগামী ২৪ ঘণ্টায় এটি আরও মারাত্মক শক্তিশালী সাইক্লোনে পরিণত হবে৷ আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ি এই সাইক্লোন রবিবার সন্ধ্যা থেকেই নিজের প্রভাব দেখানো শুরু করবে৷ এটা উত্তর পশ্চিম দিকে এগোবে৷ আর তারই ২৪ ঘণ্টার পূর্ব ও মধ্য ভীষণ শক্তিশালী সাইক্লোনে বদলাতে পারে৷
সাইক্লোন অশনি উত্তর পশ্চিম দিকে এই মুহূর্তে ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগোতে শুরু করে দিয়েছে৷ বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব দিকে ৯৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ পূর্ব দিকে ১০২০ কিলোমিটার দূরে রয়েছে৷