অনন্ত রাধিকার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। চারিদিকে দুই পরিবার ও অতিথিরা সেই দৃশ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে। রাধিকা অনন্তর দিকে এগিয়ে যাচ্ছেন। অনন্ত রাধিকাকে সামনে পেয়েই কপালে চুম্বন করেন ও জড়িয়ে নেন বুকে। এমন আবেগঘন মুহূর্তে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি পাত্রের বাবা মুকেশ আম্বানি। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: একটু সিঁড়ি চড়লেই হাঁপ ধরে? আপনি ‘এই’ মারাত্মক রোগের শিকার হতে পারেন!
২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
রাধিকা-অনন্তের এই মহাসমারোহ ছিল একেবারে তারকাখচিত। উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, সইফ আলি খান, করিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কাপুরের মতো বলিউড তারকারা। এছাড়াও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাটও।