TRENDING:

Viral Video: তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বইয়ের চারতলা ফ্ল্যাট বাড়ি ! ভয়াবহ ভিডিও হু হু করে ভাইরাল!

Last Updated:

Viral Video: ব্যস্ত রাস্তা! হঠাৎ ভেঙে পড়ল বিশাল চারতলা বাড়ি! ভয়াবহ অবস্থা! ভাইরাল সেই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  অন্যদিনের মতোই জমজমাট ছিল বাজার! সকাল হতেই সকলে কাজে ব্যস্ত হয়ে পড়েন। যেমনটা অন্য দিনে হয়! বাজারে বহু মানুষ নানা কাজে ব্যস্ত! তার মাঝেই রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা চারতলা বিল্ডিং। বিপদজনক বাড়ি হিসবেই শনাক্ত করা হয়েছিল এই বাড়িটিকে। কেউ থাকতেন না এখানে! বলা যেতে পারে পোড়ো বাড়ি! মুম্বইয়ের সাইবাবা নগরে এই বাড়িটি বহুদিন ধরেই রয়েছে। তবে এমন ঘটনা ঘটতে পারে কেউ ভাবেননি।
advertisement

অন্যদিনের মতোই সাইবাবা নগরের বোরিভালিতে বাজার জমে ওঠে সকাল বেলা। ব্যস্ত রাস্তা। হঠাৎ করেই ওই চারতলা বাড়িটি একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ে। দেখে মনে হবে যেন তাসের ঘর। একদম তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ওই বাড়িটি। উপস্থিত লোকজন চিৎকার করতে শুরু করেন। তবে বাড়িটির একেবারে কাছে কেউ না থাকায় কেউ আহত হননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তবে এই ঘটনায় প্রশাসনের দিকে আঙুল উঠছে। কেন এতদিন ভাঙা হয়নি এই বাড়িটিকে। কেন খেয়াল ছিল না প্রশাসনের! বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সেদিকে কারও খেয়াল নেই! এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন ভাইরাল ভায়ানি। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়। দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন!

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুম্বইয়ের চারতলা ফ্ল্যাট বাড়ি ! ভয়াবহ ভিডিও হু হু করে ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল