TRENDING:

Viral video of Hyena attack: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ, আচমকাই হায়নার হামলা ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

খেদতালুকার খারপুড়ি গ্রামের (Kharpudi village in Khed taluka) ঘটনা ৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধের গায়ে আচমকাই পাশের জঙ্গল থেকে এসে ঝাঁপিয়ে পড়ে একটি হায়না ৷ ঘটনায় আহত হন বৃদ্ধ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: মহারাষ্ট্রের পুণে জেলায় (Pune district) সম্প্রতি দু’জন ব্যক্তির উপর হায়নার (Hyena) হামলার ঘটনা ঘটে ৷ ৭০ বছরের পান্ডুরাং সাহাদু যাদব (Pandurang Sahadu Jadhav) এবং ২৫ বছরের রাহুল মধুকর গাদের (Rahul Madhukar Gade) উপর আচমকাই একটি হায়না ঝাঁপিয়ে পড়ে ৷ যে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল ৷
(Photo: Videograb)
(Photo: Videograb)
advertisement

খেদতালুকার খারপুড়ি গ্রামের (Kharpudi village in Khed taluka) ঘটনা ৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধের গায়ে আচমকাই পাশের জঙ্গল থেকে এসে ঝাঁপিয়ে পড়ে একটি হায়না ৷ ঘটনায় আহত হন বৃদ্ধ ৷ পরে অবশ্য ওই হায়নাটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ জানা যায়, একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সেটির ৷ তবে এই ঘটনার পর বনদফতর এখন আরও বেশি সতর্ক ৷ লোকালয়ে হায়নার হামলা বা তারপর হায়নাটির মৃ্ত্যু কোনওটাই হালকাভাবে নেওয়ার মতো ঘটনা নয় বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা ৷

advertisement

The Indian Express-এর খবর অনুযায়ী জঙ্গলের জুনার বিভাগের ডেপুটি কনসারভেটর (Deputy Conservator of Forest (Junnar division)) জয়রামগৌড়া আর (Jayaramegowda R) জানান, যে ব্যক্তি ওই ভিডিওটি শ্যুট করেছিলেন, তাকে খুঁজে বের করা হয়েছে ৷ একদল পর্যটক ওই অঞ্চলে ঘুরতে এসেছিলেন ৷ তাদের মধ্যেই তিনি একজন ৷ ওই অঞ্চলের একটি মন্দির দেখতে এসেছিলেন তিনি ৷ একটি হায়নাকে ঘটনার কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলেন বলে বৃদ্ধকে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে তারা বারণও করেছিলেন ৷ কারণ হায়নাটি স্বাভাবিক অবস্থায় ছিল না বলেই জানা গিয়েছে ৷ কিন্তু ৭০ বছরের পান্ডুরাং যাদব তা শোনেননি ৷ তিনি জানান, হায়না ওই অঞ্চলে প্রায়শই দেখা যায় ৷ তাই সেটা কোনও নতুন ঘটনা নয় ৷ একটু পরেই হায়নার হামলার ঘটনা ঘটে ৷ মোবাইলে সেই ভিডিও শ্যুটও করে রাখেন ওই ব্যক্তি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বনদফতরের ওই অফিসার আরও জানান, হায়নার হামলার ঘটনা সচরাচর খুব একটা শোনা যায় না ৷ ওই হায়নাটি অসুস্থ ছিল ৷ বনদফতরের পক্ষ থেকে এখন ওই অঞ্চলে নজরদারিও বাড়ানো হচ্ছে ৷ স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক, প্রত্যেককেই সতর্ক করা হচ্ছে ৷ হায়নার পাশাপাশি ওই অঞ্চলে চিতাবাঘও রয়েছে ৷ তাই সতর্ক হওয়ারই প্রয়োজন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral video of Hyena attack: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ, আচমকাই হায়নার হামলা ! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল