ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে! ধর্ষণের মতো একটি নক্কারজনক অপরাধের শাস্তি কীভভাবে পাঁচবার কান ধরো ওঠবোস হতে পারে? তোলপাড় গোটা দেশে!
অভিযোগ, চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাচ্চা মেয়েটিকে নিজের পোলট্রি ফার্মে নিয়ে গিয়েছিল অভিযুক্ত । তার পর সেখানেই তাকে ধর্ষণ করে। অভিযুক্তকে পাকড়াও করে গ্রাম পঞ্চায়েতের সামনে পেশ করা হলে, পঞ্চায়েতের মুখ্যরা নিজেরাই শাস্তির বিধান ঠিক করেন! কী সেই শাস্তির বিধান? ধর্ষণের অভিযোগের শাস্তি থেকে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়। শুধুমাত্র মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার সাজা হিসাবে অভিযুক্তকে পাঁচ বার কান ধরে ওঠবোস করায়।
advertisement
এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। গ্রামীণ ভারতের এমন ন্যায়বিচার নিয়ে উঠছে প্রশ্ন। ধর্ষণের মত ঘৃণ্য অপরাধের সাজা থেকে কী ভাবে অইযুক্তকে রেহাই দেওয়া হল, এ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কাছে প্রশ্ন রেখেছেন নেটিজেনরা। অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ সুপার গৌরব মাংলা জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।