অনলাইনে কোনও জিনিস অর্ডার করে সেই জিনিসের বদলে ভুল জিনিস ডেলিভারি পাওয়া খুবই পরিচিত ঘটনা। ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এমন কাণ্ড হামেশাই হয়ে থাকে। সম্প্রতি কেরলের এক ব্যক্তির এমনই ভুল জিনিস পাওয়ার ঘটনা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনের (Viral | iPhone 12)। কারণ, ওই ব্যক্তি আইফোন ১২ অর্ডার করে পেয়েছেন সেই ফোনের বাক্সের ভিতর একটি সাবান ও ৫ টাকার কয়েন। ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে (Viral | iPhone 12)। প্রায় ৭১ হাজারের আইফোন ১২-র বদলে সেই ফোনের বাক্সের ভিতর এমন জিনিস পয়েছে হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি।
advertisement
কেরলের আলুভার বাসিন্দা নুরুল আমিনের সঙ্গে এমন কাণ্ড ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ফোনের বাক্সের ছবি তুলে নুরুল পোস্ট করতেই সেটি ভাইরাল হয়ে যায় (Viral | iPhone 12)। ছবিতে দেখা গিয়েছে, ফোনের বাক্সের ভিতর সবুজ রঙের একটি বাসন মাজার সাবান রয়েছে। সঙ্গে পাঁচ টাকার একটি কয়েন। অ্যামাজনের মাধ্যমে ওই ফোন অর্ডার করেছিলেন তিনি। ফোনটির জন্য ৭০ হাজার ৯০০ টাকা দিয়েছিলেন নুরুল। এই বাক্স পাওয়ার পরই তিনি অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: বাড়ল Amazon Prime মেম্বারশিপের খরচ; জেনে নিন বিশদে
অ্যামাজনের তরফে ক্ষমা চেয়ে তাঁর টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, আমিন ১২ অক্টোবর ফোনটি অর্ডার করেছিলেন। অ্যামাজন পে কার্ডের মাধ্যমে টাকাও দিয়ে দিয়েছিলেন। ১৫ অক্টোবর ওই ফোনের বাক্সটি পান তিনি। বাক্সটি পেয়েই তিনি আনবক্সিংয়ের একটি ভিডিও তৈরি করেন। কারণ অনলাইনে প্রতারণা বেড়ে যাওয়াতেই এই কাজ করে থাকেন অনেকে। এর পর সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নুরুল। প্রমাণ হিসেবে জমা দেন আনবক্সিংয়ের ভিডিওটি।